"অফুরন্ত ভালোবাসা" বইটির ভূমিকা থেকে নেয়াঃ দিন যত গড়াচ্ছে ক্রমে ক্রমে আমাদের মধ্য থেকে প্রকৃত ভালােবাসা যেন হারিয়ে যেতে চলেছে। বর্তমান ডিজিটাল যুগে এসে অনেকেই একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ছেন। এতে অপমানিত হচ্ছে ‘ভালােবাসা' নামের শব্দটি। তবে একেবারেই হারিয়ে যায়নি প্রকৃত প্রেম। তাই কেউ কেউ এখনও ভালােবাসার জন্য লাইলী-মজনু ও শিরি-ফরহাদদের মত দৃষ্টান্ত সৃষ্টি করছেন। কিন্তু সংখ্যায় এরা খুব কম। ‘অফুরন্ত ভালােবাসা’ উপন্যাসটির গল্পে প্রকৃত ভালােবাসার একটা দৃষ্টান্ত ফুটিয়ে তােলার চেষ্টা করেছি। যে ভালােবাসায় নেই কোন সন্দেহ, রয়েছে অঢেল বিশ্বাস। গল্পটিকে বাস্তবসম্মত করে তুলতে দেশের বেশকিছু স্থানের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া গল্পের প্রয়ােজনে ‘হাত বাড়াবাে বন্ধু’ নামের ফেসবুকের একটি গ্রুপ ও সে গ্রুপের বেশকিছু সদস্যের নাম ব্যবহার করা হয়েছে। এ উপন্যাসের গল্প সম্পূর্ণ কাল্পনিক। এর সঙ্গে বাস্তবতার কোন মিল নেই। তাই গল্পটিকে বাস্তবতার সঙ্গে মেলাতে গিয়ে কেউ কষ্ট পেলে সেজন্য লেখক কিংবা প্রকাশক দায়ী থাকবে না। সবশেষে বলব, প্রকৃত ভালােবাসার জয় হােক। ভালােবাসা বেঁচে থাকুক প্রতিটি মানুষের হৃদয়ে যুগ যুগ ধরে।