ছোট বেলায় বাবা অংক দেখিয়ে দিতেন আর মা রান্নাঘরের উনুনের সামনে থেকেই ভুল গুলো ধরিয়ে দিতেন যেগুলো মার কানে লাগতো। ছেলেবেলায় জোরে জোরে পড়তাম ও বাড়ি এ বাড়িয়ে শুনিয়ে। অংক নিয়ে বসলেই বাবার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে থাকতাম যে বাবা কখন ভুল ধরবে। জটিল অঙ্কের হিসেব বরাবরই মাথায় কম ঢোকে, সেই ছোটবেলা থেকেই। জটিলতা, কঠিন অবস্থা বুঝি কম; তাই ঠিক সেই বরাবরের মতোই নিজের ভাবনাগুলো কবিতায় প্রকাশ করেছি সহজ সরল ভাবে মন্দ ছন্দে। এমনি করেই নিজের ভেতর ছন্দ খুঁজি। সেই ভালোলাগাগুলোকে ভালোবেসে এই ভাবে রূপ দেবার চেষ্টা করেছি। চারপাশের জটিল অবস্থা কখনও আমার ভিতরে ঝড় তুলেছে। খুঁজেছি শান্তি, নিজেকেই প্রকাশ করবার চেষ্টা করেছি কবিতার মধ্য দিয়ে। ঝড়, বৃষ্টি, শান্তি, প্রেম, প্রকৃতির নানা রূপ, সবকিছু সহজ সরল ভাবে মিলিয়ে নিতে চেয়েছি কবিতার পঙক্তিতে । পৃথিবীতে যা কিছু পাওয়া যায়, মন কি সবচেয়ে সহজলভ্য? এই প্রশ্নটা জটিল, তাই উত্তরটাও হয়তো জটিল হবে। কিন্তু আমি যে তৃতীয় বিশ্বের এক সাদাসিধে মানুষ, তাই হয়তো সব জটিলতা বোঝবার আগেই আমার মন বিক্রি হয়ে যায় । আমি অসহায় ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, কিছু শব্দ সাজিয়ে নিজেকে প্রকাশ করি, বলে উঠি ‘মন বিক্রি হবে’।