"কালো টাকার সন্ধানে" বইয়ের ফ্ল্যাপের লেখা: কালাে টাকা অর্থনীতিতে একটি বহুল আলােচিত-সমালােচিত এমনকি বিতর্কিত বিষয়। বাজেট এলেই আলােচিত বিষয়ে পরিণত হয় কালাে টাকা। অথচ কালাে টাকার বলয়ে আবর্তিত আমাদের রাষ্ট্রযন্ত্র । মন্ত্রী, সাংসদ থেকে শুরু করে সর্বস্তরের জনপ্রতিনিধি, আমলা, ব্যবসায়ীদের মধ্যে কালাে টাকার সাদা বেশধারী মানুষের সংখ্যা অনেক। এই বলয়ের মধ্য দিয়েই আমাদের দেশে প্রতিদিন, প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে কালাে টাকা। কালাে টাকা সাদা করার যত বিরােধিতা হচ্ছে ততই বাড়ছে কালাে টাকার উৎপাদন কৌশল । সমাজ এমনকি রাষ্ট্রযন্ত্রকে প্রভাবিত করছে। এই কালাে টাকা । কালাে টাকার সুনির্দিষ্ট কোনাে সংজ্ঞা না থাকলেও অনৈতিক উপায়ে বা দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ-ই ‘কালাে টাকা নামে পরিচিত। কালাে টাকা আমাদের জাতীয় অর্থনীতিতে একটি অপ্রদর্শিত অপ্রকাশ্য রূপ। টাকার পৃথক কোনাে রং-রূপ নেই। রূপেরঙে কালাে বা সাদা টাকার কোনাে অস্তিত্বও নেই। কারণ শব্দ দুটি অলীক । এমন টাকার অস্তিত্ব না থাকলেও আছে। কালাে টাকার ভয়ঙ্কর ‘কালাে কাহিনী। সেই কালাে টাকার ভালাে-মন্দের কাহিনী। নিয়েই আমার লেখা বই ‘কালাে টাকার সন্ধানে।