"মুজিব হত্যার ষড়যন্ত্র" বইয়ের ফ্ল্যাপের অংশ থেকে নেয়া: সাংবাদিকতার পেশা একজন সৎ, অনুসন্ধানী, পেশাদার সাংবাদিক সমাজের নানাস্তরের মানুষের কাছে যেমন পৌছে দেয়, তেমনি একটা দেশের রাজনৈতিক তথা সামাজিক ইতিহাসের কেন্দ্রেও এনে দাঁড় করিয়ে দেয়। ছয়ের দশক থেকে সাংবাদিক হিসেবে যে কর্মজীবন আমি কাটিয়েছি তার সূত্রে আমি ভাত তথা পশ্চিমবঙ্গ নামে একটা দেশ এবং রাজ্যের বহু রাজনৈতিক ওঠাপড়ার যেমন তেমনি পরবর্তীকালে বাংলাদেশ নামে নবজন্ম নেওয়া একটা নতুন রাষ্ট্রের । জন্মলগ্নেরও সাক্ষী। পেশার সূত্রেই অজয় মুখােপাধ্যায়, প্রফুল্ল সেনদের মতাে স্বাধীনতা উত্তর যুগের পশ্চিমবঙ্গের রাজনৈতিক কর্ণধারদের আমলে আমার দেখা ও সাক্ষী থাকা বহু ঘটনাই যেমন এ বইতে এসেছে, তেমনি এসেছে সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অংশীদার হয়ে পড়া বহু ঘটনার রিপাের্ট করার অন্তরঙ্গ কাহিনি। একদিকে যেমন এসেছে ইন্দিরা গান্ধীর মতাে একজন বড় মাপের রাজনৈতিক প্রজ্ঞার সান্নিধ্যের কথাচিত্র, তেমনি একজন রাজনৈতিক সংবাদদাতা হিসেবে আবু বরকত গনি খান চৌধুরী, সিদ্ধার্থশঙ্কর রায়, জ্যোতি বসুদের। মতাে মানুষদের অন্তরঙ্গভাবে দেখা এবং তাদের সূত্রে সেই সময়কার উত্তাল রাজনৈতিক পটভূমি বহু সাধারণভাবে না-জানা ঘটনার পশ্চাৎপটও।