দিন দিন বদলে যাচ্ছে মানুষের জীবনযাপন, চিন্তাধারা। নিত্যনতুন কাজের ধারা আর আবিষ্কার মানুষকে করে তুলছে কর্মমুখী। বিশেষ করে তরুণ সমাজ যেন এক প্রতিযোগিতায় লিপ্ত। কে কাকে পেরিয়ে সামনে এগিয়ে যাবে তারই ভাবনা যেন তাদের নিরন্তর যন্ত্রমানবে পরিণত করছে। অথচ একটা সময় ছাত্রমাত্রই চাকরি নিয়ে নানা চিন্তায় মশগুল থাকত। যা এখন খুব একটা তাদের বিচলিত করে না। কারণ তথ্যপ্রযুক্তি দিন দিন তার অবারিত দুয়ার মেলে ধরছে তাদের সমুখে। যেন বলছে, ‘বেছে নাও কোনটা তোমার’। তরুণদের পছন্দের তেমনই একটি বিষয় হলো ইন্টারনেট। যেখানে মিলছে নানা কাজের যোগসূত্র। ইদানীং আউটসোর্সিং বিষয়টি সেখানে এনেছে বিপ্লব। অনেক তরুণই এখন এ মাধ্যমে কাজ করে ঘরে বসেই আয় করছে লাখ লাখ টাকা। যা তার জীবনকে দিন দিন বদলে দিচ্ছে। বদলে দিচ্ছে তার চারপাশকে। সবাই যে এমনভাবে স্বাবলম্বী হতে পারছে তা কিন্তু নয়। অনেককেই হা-হুতাশ করতে দেখা যায় মাধ্যমটিতে কাজ করতে না পারায়। এর জন্য মেধা নয়, অজ্ঞতাই মূল কারণ। আউটসোর্সিং বিষয় না জানাটাই এখানে মুখ্য ভূমিকা পালন করে। হ্যাঁ, যেসব তরুণ এখনো আউটসোর্সিং বিষয়ে তেমন জানে না অথচ কাজ করতে চায়, নিজেকে স্বাবলম্বী করতে চায় তাদের কথা ভেবেই আসিফ ইকবাল রিয়াদ রচনা করেছেন ‘আউটসোর্সিং : ওডেস্ক ক্যারিয়ার’ গ্রন্থটি। গ্রন্থটিতে আউটসোর্সিং বিষয়ে নানা ধারণার পাশাপাশি ইন্টারনেটে আয়ের অন্যতম মাধ্যম ওডেস্ক সম্বন্ধে বিস্তারিত বিষয় তুলে ধরা হয়েছে। কীভাবে ওডেস্কে কাজ করা যাবে, কোন কোন বিষয় মাথায় রেখে ওডেস্কে কাজ করতে হয়, কীভাবে ওডেস্কে টাকা আয় করা যাবে তার সবই এতে বর্ণনা করা হয়েছে। মোট কথা, একজন তরুণ আউটসোর্সিং কী এবং ওডেস্কে কীভাবে কাজ করলে টাকা আয় করা যাবে তার খুঁটিনাটি সব বিষয় ‘আউটসোর্সিং : ওডেস্ক ক্যারিয়ার’ গ্রন্থটিতে পুঙ্খনাপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। আশা করছি গ্রন্থটি তরুণদের স্বাবলম্বী হতে বিশেষ সহায়কের ভূমিকা রাখবে।