ভূমিকা এবং নিবেদন বিজ্ঞান ও কোরআন এবং আমরা’ বিষয়টি উচ্চ এবং জটিল। কোন দার্শনিক পণ্ডিত বা চিন্তাবিদ বিষয়টি লিখলে সবচেয়ে সুন্দর হত। সেই সম্ভবনাকে এগিয়ে নেবার জন্য বিষয়টিতে আলোকপাত করবার প্রয়াস পেয়েছি। পুস্তকটি যদি কোরআনের নির্দেশনা সম্বন্ধে চিন্তার জট বা গেরো খুলে দিতে সমর্থ হয় এবং তার বদৌলতে কোন দার্শনিক পণ্ডিত, চিন্তাবিদ অথবা বিজ্ঞানী বর্তমান ও ভবিষ্যৎ বস্তুসভ্যতার যুগসমূহে কল্যানের সম্ভাবনাময় দিগন্তের উন্মোচন করার সামান্যমত সহায়তা লাভ করেন তবে আমার শ্রম সার্থক হবে।
গ্রন্থটি মানসিক জেহাদের জন্য লিখিত। সুধী, পাঠকদের কাছে আমার নিবেদন, পুস্তকের ভূলভ্রান্তি তাঁদের দৃষ্টিগোচর হলে তাঁরা যেন অনুগ্রহ করে আমাকে পত্র লিখে পরবর্তী সংস্করণে শুধরে নেবার সহায়তা করেন। ইবনে মফিজ পৌন্ড্র (আবুল হোসেন খান বিন মফিজ)
সূচীপত্র * পৃথিবী ও নিখিল ব্রহ্মান্ড * মহাপ্রলয়ের মহাজাগতিক লক্ষণ * ধরিত্রীতে মানবসহ প্রাণীর উৎপত্তি * বস্তু কিম্ব প্রাণী - নেগেটিভ পজিটিভ ইত্যাদি * স্রষ্টা ও প্রতিপালক মহান আল্লাহতায়ালা * মহাকুশলী আল্লাহ অতুলনীয় * নিছল ভাববাদ বনাম নিছক বস্তুবাদ বনাম বাস্তববাদ * শাশ্বত জীবন বিধানই ধর্ম * ধর্মের ইতিহাস * ইসলাম সবাইয়ের পথনির্দেশ * স্লোগান বা বুলি-রাজনীতি ও আমরা * মানবপ্রবৃত্তির বিচিত্র ধারা * রাষ্ট্রীয় চৌহদ্দীর বাস্তবতায় সমাজ ও সংস্কৃতির পবিত্রতা রক্ষণ * মহা কম্পিউটার মহাবিশ্ব * বাস্তব * মানবতাই ইসলাম * বইপত্র নির্ঘন্ট
ইবনে মফিজ পৌন্ড্র পিতৃদত্ত নাম আবুল হুসেন খান বিন মফিজ। জন্ম বগুড়া শহরে, বুধবার,। ১৪ই পৌষ ১৩৩৬, ডিসেম্বর ৩০ ১৯২৯। শিক্ষাগত যােগ্যতা: ঢাকা ইউনিভার্সিটির কমার্স। গ্রাজুয়েট (১৯৫৬ খ্রীঃ)। ব্যক্তিগত পেশায় ব্যাংকার, ব্যাংক কর্মকর্তা (ডেপুটি জেনারেল ম্যানেজার), সােনালী ব্যাংক। ১৯৯০ সালে কর্মস্থল থেকে অবসর গ্রহণ করেন। পেশার বাইরেও তিনি কোরআন ও ইতিহাস গবেষক। তাঁর গবেষণালব্ধ কিছু গ্রন্থ বাজারে চালু আছে।। বাস্তবতার কারণে বাস্তব ভিত্তিতে (বিল হাককে) মুসলিম সমাজ সংস্কারের তিনি পক্ষপাতি। তবে, বর্তমানে তার শরীরের বাম অর্ধাংশ পক্ষাঘাতে পঙ্গু। আমি তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।।