“সামরিকবাহিনী নিরাপত্তা সমাজ ও দেশ" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ বইটি সামরিক সংক্রান্ত বিষয়বস্তুর সাথে সংশ্লিষ্ট। এসব বিষয় প্রত্যক্ষ ও পরােক্ষভাবে সামরিক বাহিনী, নিরাপত্তা, সমাজ ও দেশকে প্রভাবিত করে। এ বইয়ের নিবন্ধসমূহ বিভিন্ন সময়ে সাম্প্রতিককালের ঘটনা প্রবাহের উপর লিখিত। এসব নিবন্ধ বাংলাদেশ সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর জার্নাল এবং জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিছু নিবন্ধ অপ্রকাশিত। প্রকাশিত ও অপ্রকাশিত নিবন্ধের সংকলন নিয়েই এ বইয়ের বিষয়বস্তু নির্বাচন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী গৌরবময় স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে গড়ে উঠা এমন একটি প্রতিষ্ঠান যা পেশাগত দক্ষতা ও সক্ষমতা অর্জন করেছে। সেনাবাহিনী বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা কর্মকান্ডে দক্ষতার সাথে কাজ করছে। পরিবর্তিত আর্থ সামাজিক ও ভূরাজনৈতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী বিধিসম্মতভাবে কার্যকর ভূমিকা রেখে চলেছে। এ বইয়ের নিবন্ধসমূহে সমাজ ও দেশের প্রেক্ষিতে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আধুনিকতা, ভবিষ্যৎ কর্মপন্থা, সনাতন ও অসনাতন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের উপর আলােকপাত করা হয়েছে। সামরিক বিভাগে কর্মরত ও সাধারণ পাঠক মাত্রই এ বই অধ্যয়ন করে সামরিক বাহিনী সম্পর্কে বাস্তব সম্মত জ্ঞান লাভ করতে পারবেন বলে আশা করা যায়। যা বাংলাদেশের সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ।