অনুসন্ধিৎসু গবেষক আখতার উদ্দিন মানিকের একটি অভিসন্দর্ভেরই গ্রন্থরূপ শাহজাদপুর কৃষক বিদ্রোহ ও ঠাকুর জমিদার। প্রাচীন জনপদ শাহজাদপুর। ইতিহাস আর ঐতিহ্যসমৃদ্ধ এই অঞ্চল। সেই ইতিহাস খুড়েই পাওয়া গেছে ১৮৭৩ সালের পাবনা-সিরাজগঞ্জের প্রকম্পিত করা ‘পলো’ তথা ‘প্রজা বিদ্রোহের ইতিহাস’। এই বিদ্রোহের মূল প্রাণ ছিলেন কৃষকরা। তারা তৎকালে শাহজাদপুরের জমিদারের অত্যাচার-নিগ্রহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সমবেতভাবে। সৃষ্টি করেছিল জমিদারদের শোষণের বিরুদ্ধে শোষকশ্রেণী এক দৃষ্টান্তমূলক ইতিহাস। তা আজও সংগ্রামী চেতনার এক বড় প্রেরণা। আখতার উদ্দিন মানিক সেই সংগ্রামী ইতিহাস অনুসন্ধানের সঙ্গে সঙ্গে তৎকালীন শাহজাদপুরের জমিদার দেবেন্দ্রনাথ ঠাকুর এবং ঠাকুর পরিবারের বিষয়টির প্রতিও কৌতূহলী দৃষ্টিপাত করেছেন। ফলে তিনি ব্যাপক প্রেক্ষাপটে তুলে ধরেছেন শাহজাদপুরের কৃষক বিদ্রোহ এবং ঠাকুর পরিবারের সঙ্গে এর সম্পর্কের দিকটি। প্রজা বিদ্রোহ নিয়ে বিচ্ছিন্ন দু-একটি কাজ হলেও এত বড় মাপের গবেষণাকর্ম অদ্যাবধি হয়নি বলেই লেখক মনে করেন। এ এক সত্যি অন্যরকম ইতিহাস পাঠ ও চর্চা। বাংলার সংগ্রামী ইতিহাস পাঠের ক্ষেত্রে এই গ্রন্থটি মূল্যবান বলে বিবেচিত হবে।
Akhter Uddin Maneek - জন্ম ১লা জানুয়ারি ১৯৫৩, শাহজাদপুর, সিরাজগঞ্জ। মাতা উম্মে সা’দত নূর খাতুন। পিতা আব্দুল ওয়াহেদ মিয়া। লেখাপড়া সিরাজগঞ্জ এবং ঢাকায়। বাংলা ও ইসলামের ইতিহাসে স্নাতকোত্তর। পিএইচডি করেছেন ইতিহাসে-‘ঊনবিংশ শতাব্দীতে শাহজাদপুরে ভূমি আন্দোলন ও ঠাকুর জমিদার প্রতিক্রিয়া’। প্রকাশিত গ্রন্থসংখ্যা ২১। ইতিহাস গবেষণা তার প্রিয় বিষয়।