বুক রিভিউ কম্পিটিশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। * বুক রিভিউ প্রতিযগিতা চলছে। ন্যূনতম ১৫০ শব্দের মাঝে রিভিউ লিখুন ৩০ এপ্রিলের মাঝে। * বিজয়ীর জন্য আছে লেখকের সকল বইয়ের সেট অটোগ্রাফ সহ।
রেশ রয়ে যায় একটা ফায়ার বক্স। কতই বা দাম। এক টাকা-দুই টাকা। অযতœ অবহেলায় পড়ে থাকে চুলোর কোনো কোনে। যখনই কেউ একটি কাঠি নিষে ঘর্ষণ করে তখনই প্রজ্জ্বলিত হয়ে তার ক্ষমতা দেখায়। লেগে যেতে পারে ভয়াবহ তান্ডব। হাজার হাজার অগ্নি নির্বাপণ কর্মীর ছুটাছুটি। ‘প্রসূনদের জন্য ভালবাসা’। এই একটু ভালবাসার ঘর্ষণই পারে তাদেরকে প্রস্ফুটিত করতে, জ্বালিয়ে তুলতে। বইটি লেখকের একমাত্র সন্তান প্রসূনকে নিয়ে লেখা। প্রসূনদের বয়সী হাজারো প্রসূনকে নিয়ে বিভিন্ন সময়ে লেখা কলাম ও ফেসবুক স্ট্যাটাসের সংকলন এটি। বিমান আর ঘুড়ি দুটোই বাতাসে ভেসে বেড়ায়। কিন্তু বিমানকে যেমন সুতো দিয়ে বাঁধা যায় না তেমনি ঘুড়িকে বিমানের মতো মুক্ত করে দেয়া হলে উড়তে পারে না। যাকে তার মতোই চলার উপযোগী পরিবেশ সৃষ্টি করে দিতে হয়। প্রসূনদের জীবন এখন এক গাদা বইয়ের মাঝে বন্দী। প্রসূনদের জীবন এখন ২২ গজের ক্রিকেট ক্রিজ পেড়িয়ে কম্পিউটার গেমসের মধ্যে সীমাবদ্ধ। কর্পোরেট জীবনের ইট-সুরকিতে চাপা পড়ে যাচ্ছে তাদের শৈশব।
বইটি হাতে নিয়ে পাঠক কিছুক্ষণের জন্য হারিয়ে যাবে তার ছেলেবেলায়। কখনো কল্পনায় মেতে উঠবে শৈশবের দূরন্তপনায়। কখনো বা লেখকের রসবোধ সম্পন্ন লাইনগুলো পড়ে হো হো করে হেসে উঠবে। কখনো চোখের কোনে জল ছলছল করে উঠবে। শব্দশৈলী আর ভাষার ব্যবহার দেখে হবে মুগ্ধ। প্রভাষ আমিন। যার প্রতিটি লেখা, প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর আমাকে উজ্জীবিত করে। একেশটি ফেসবুক স্ট্যাটাস পড়ি আর মনের ভেতর ঘর্ষণ অনুভব করি। কখনো হৃদয় ছোঁয়া বর্ণনায় কুকড়ে উঠি, কখনো বা হাসিতে ফেটে পড়ি, কখনো জানতে পারি নানা অজানা তথ্য।
তার ফ্রেন্ড লিস্টে জায়গা পাওয়ার পর থেকে এশটি ফেসবুক স্ট্যাটাসও মিস হয়নি আমার। তার লেখা কলাম এবং বইগুলোও মুখস্ত। ফেসবুকে আমার ৫ হাজার ফ্রেন্ডের মধ্যে তিনিই একমাত্র ব্যক্তি যার প্রোফাইলে গিয়ে রেগুলার চেক করে দেখি কোন লেখা মিস করে ফেললাম কিনা। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ থেকে বের হওয়ার অনেকক্ষণ পরও যেমন পকেটে হাত দিলে শীতল আবেশ অনুভূত হয়; তেমনি তার প্রতিটি লেখা পড়া শেষেও এর রেশ রয়ে যায়। ভাবায়। ঠান্ডা বাতাসের মতোই মনের মধ্যে চুপিচুপি থেকে যায়। আগের তিনটি বইয়ের মতো ‘প্রসূনদের জন্য ভালোবাসা’ও পাঠকের ভালবাসা পাবে। আর দুই মলাটের ভেতর পাঠক যা পাবে তার মূল্য অন্তত টাকা দিয়ে শোধ হবে না। বইটির জন্য শুভ কামনা এবং প্রসূনদের জন্য ভালোবাসা।