লেখকের কথা আবারও একই প্রশ্ন- এটা কি সম্ভব "HTML" (ওয়েবপেজ ডিজাইন) In A Week?” এবং আগের মতই একই উত্তর- “হ্যাঁ সম্ভব। অবশ্যই সম্ভব।” "HTML" হচ্ছে এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি দিয়ে ওয়েবপেজ তৈরি করা হয়। Front Page বা Dreamweaver দ্বারাও ওয়েবপেজ তৈরি করা হয়। তবে HTML কোডিং হচ্ছে ওয়েব পেজের মূল ভিত্তি। এই কোডিং সম্বন্ধে ধারণা থাকলে- অন্য যে কোন এডিটর সহজে আয়ত্ত্বে আনা সম্ভব এবং এটি শেখার জন্য কোনে Programming জ্ঞান দরকার হয় না। বইটি মাত্র এক সম্পহ অনুশীলন করে দেখুন।
আর একটি কথা, দীর্ঘদিনের প্রশিক্ষক হিসেবে অভিজ্ঞতার আলোকে আমার কাছে মনে হয়েছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অথবা পরিচিতজনদের কাছ থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন কিন্তু মনের মত কোর্স ম্যানেরিয়াল্স পাচ্ছেন না বলে মনে করেন এবং কোর্স শেষে ভুলে যাচ্ছেন তারাও বেশী বেশী উপকৃত হবেন।
আর বরাবরের মতো এবারেও বলবো, আমি অতিরিক্ত আলোচনার বদলে ব্যবহারিক প্রয়োগে বিশ্বাসী। সেই উদ্দেশ্যেই বইটি প্রোজেক্ট নির্ভর নির্ভর করে লেখা হয়েছে। মেনু এবং টুলবারের উপর গতানুগতিক আলোচনা বর্জন করেছি। অনেকটা প্রোজেক্ট করতে করতে সমস্ত মেনু এবং টুলবার শিখে ফেলার মত ব্যাপার।
Teach Yourself বা নিজে শিখুন- এ প্রক্রিয়া রপ্ত করার কৌশল আলোচনা করেছি বইটিতে। যাদের Internet Browsing বা E-mail সম্বন্ধে অহেতুক ভয় রয়েছে একবার বইটিকে অনুসরণ করে দেখুন, এ ব্যাপারে কোনো প্রতিষ্ঠানে প্রশিক্ষণের আদৌ প্রয়োজন আছে কি?
এই বইয়ের পাঠক হিসেবে, আপনি হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সমালোচক বা মন্তব্যকারী। আর আপনাদের মন্তব্য আমার কাছে মূল্যবান। সামগ্রিক ব্যাপারে আপনাদের যে কোন পরামর্শ আমাকে উৎসাহিত করবে। বাপ্পি আশরাফ
সূচিপত্র প্রথম দিন * HTML * ইন্টারনেট * ইন্টারনেট-এর সূচনা * ই-মেইল * TCP/IP * Client কম্পিউটার * Server কম্পিউটার * HTTP * প্যাকেট সুইচিং পদ্ধতি * URL * Home Page * HTML লেখা ও দেখা * HTML Structure * Tag * Attribute * Title Element এর ব্যবহার * Body Element এর ব্যবহার * BR বা Link Break এলিমেন্টের ব্যবহার * Font সংক্রান্ত এলিমেন্ট * BOLD FACE ELEMENT * ITALICS ELEMENT * STRIKE ELEMENT * BLINKING ELEMENT * CITATION ELEMENT * EMPHASIS ELEMENT * STRONG ELEMENT * BIG ELEMENT * SMALL ELEMENT * SUBSCRIPT ELEMENT * SUPERSCRIPT ELEMENT * CODE ELEMENT * VARIABLES ELEMENT * TT ELEMENT * Font Style Element * Font এর অন্যান্য Element * FONT FACE ELEMENT * FONT COLOR ELEMENT * Text সংক্রান্ত এলিমেন্ট * ADDRESS ELEMENT * Paragraph Element * Paragraph Element- এর্ Align Attributes * Paragraph এর মধ্যে বেশী ফাঁকা স্থান নির্ণয় * PRE ELEMENT * DIVISION ELEMENT * CENTER ELEMENT * BLOCK QUOTE Element
দ্বিতীয় দিন * HEADING ELEMENT * HEADING এর Alignment * কমান্ডের ব্যবহার * HORIZONTAL LINE ELEMENT * HR ট্যাগের অন্যান্য Attributes * LIST * Ordered List * Attribute সহ Ordered List * Type Attributes * OL এর Nested list * Unordered List * Attribute সহ Nested Unordered List * MENU LIST * DIRECTORY LIST * DEFINITION LIST * গ্রাফিক্স ও কালারসহ ব্রাকগ্রাউন্ড * BGCOLOR ELEMENT (ব্রাকগ্রাউন্ড কালাম) * Text Attributes * BACKGROUND ELEMENT * BG PROPERTIES ATTRIBUTE * MARGIN ATTRIBUTE * MARQUEE ELEMENT * MARQUEE-র ALIGN ATTRIBUTE * BEHAVIOR ATTRIBUTE * DIRECTION ATTRIBUTE * BGCOLOR ATTRIBUTE * HEIGHT
অভিনেতা হিসেবে সুখ্যাতি কুড়ানো বাপ্পি আশরাফ কর্মজীবনে শুধু অভিনয়ই করে যাননি, সুনাম কুড়িয়েছেন লেখালেখির মাধ্যমেও। টেলিভিশন মিডিয়ার কল্যাণে আমরা প্রায় সবাই-ই চিনি এই অভিনয়শিল্পীকে, বিগত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন নাটক, টিভি সিরিয়াল, টেলিফিল্ম ও সিনেমায় তার সরব উপস্থিতি ও মানসম্পন্ন অভিনয়ের জন্য। বিশেষ করে 'কমন জেন্ডার' ও মোস্তফা সরয়ার ফারুকীর 'থার্ড পারসন সিংগুলার নাম্বার' এই দুটি চলচ্চিত্রে তাঁর অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। গুণী এই অভিনেতা ও লেখক জন্মগ্রহণ করেছেন কুষ্টিয়া জেলার মিলপাড়ায়, যার ফলে তার শৈশব কেটেছে গড়াই নদীর সুন্দর চর এলাকায়। তবে বাবার সরকারি চাকরির কারণে বেশি দিন এক জায়গায় থাকা হয়নি তার। বাবার সাথে ঘুরে বেড়িয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলে। আর তিনি শিক্ষাজীবন অতিবাহিত করেছেন ঝিনাইদহের গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল ও কে. সি. কলেজে। স্কুল ও কলেজ পাশ করার পর তিনি ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং সেখান থেকেই স্নাতক সম্পন্ন করেন। এছাড়াও তিনি আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুলের একাদশ ব্যাচের ছাত্র, যেখানে তিনি নিয়েছেন অভিনয়ের পাঠ। কম্পিউটারের বিভিন্ন কাজের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন এবং বর্তমানে তিনি 'নোভা কম্পিউটার' এর স্বত্বাধিকারী। এরই ধারাবাহিকতায় বাপ্পি আশরাফ এর বই সমূহ এর প্রায় সবগুলোই কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে রচিত। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ফটোশপ ইত্যাদি বিষয়ে তিনি দক্ষতা রাখেন এবং এসকল বিষয়ে অন্যদের সম্যক ধারণা দিতেই তিনি তার বইগুলো রচনা করেছেন। বাপ্পি আশরাফ এর বই সমগ্র এর মধ্যে 'মাস্টারিং এক্সেল এক্সপি-২০০৩', 'কমপ্লিট এডোবি ফটোশপ', 'ওয়েব পেজ ডিজাইন (HTML) কম্পিউটারে হাতেখড়ি', 'এডোবি প্রিমিয়ার প্রো সিএস ৬', 'মাস্টারিং ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট', 'উইন্ডোজ ৮ এন্ড ৭', 'কোয়ার্ক এক্সপ্রেস-৭' ইত্যাদি উল্লেখযোগ্য। অভিনয় ও কম্পিউটার নিয়ে লেখালেখি করেই বেশ কেটে যাচ্ছে বাপ্পি আশরাফের কর্মজীবন।