"সি প্রোগ্রামিং ইন এ উইক" বইটি সম্পর্কে ভেতরের কিছু অংশ: আপনি প্রস্তুত তাে আপনার কম্পিউটারের Boss হবার জন্য? যদিও প্রােগ্রামিং ব্যাপারটা একটু জটিল এবং C কে বলা হয় Mother of Programming Language। কাজেই মনে হতে পারে এটি আরও জটিল। অথচ নিরেট সত্য কথাটি হচ্ছে- মাত্র এক সপ্তাহ নিবিঢ় অনুশীলনের মাধ্যমে C কে আয়ত্ত্বে আনা সম্ভব। আর একবার C আপনার আয়ত্ত্বে আসার পর অন্য কোন প্রােগ্রামিং আপনার কাছে পানির মত সহজ লাগবে। আর বরাবরের মতাে এবারেও বলবাে, আমি অতিরিক্ত আলােচনার বদলে ব্যবহারিক প্রয়ােগে বিশ্বাসী। সেই উদ্দেশ্যেই বইটি প্রােজেক্ট নির্ভর করে লেখা হয়েছে। অনেকটা প্রােজেক্ট করতে করতে সমস্ত কোডিং শিখে ফেলার মত ব্যাপার। Teach yourself বা নিজে শিখুন- এ প্রক্রিয়া রপ্ত করার কৌশল আলােচনা করেছি বইটিতে। যাদের Internet Browsing বা E-mail সম্বন্ধে অহেতুক ভয় রয়েছে, একবার বইটিকে অনুসরণ করে দেখুন, এ ব্যাপারে কোন প্রতিষ্ঠানে প্রশিক্ষণের আদৌ প্রয়ােজন আছে। কি? দীর্ঘদিনের প্রশিক্ষক হিসেবে অভিক্ষতার আলােকে আমার কাছে মনে হয়েছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অথবা পরিচিতজনদের কাছ থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন কিন্তু মনের মত কোর্স ম্যাটেরিয়ালস পাচ্ছেন না বলে মনে করেন এবং কোর্স শেষে ভুলে যাচ্ছেন। তারাও বেশী বেশী উপকৃত হবেন। যেকোন প্রতিষ্ঠান এই বইটিকে কোর্স ম্যাটেরিয়ালস্ এর বিকল্প হিসেবে ব্যবহার করতে চাইলে তাঁদেরকে স্বাগতম। এই বইয়ের পাঠক হিসেবে, আপনিই হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সমালােচক বা মন্তব্যকারী। আর আপনাদের মন্তব্য আমার কাছে মূল্যবান, কারণ আপনিই বলতে পারবেন আপনার উপযােগী করে বইটি লেখা হলাে কিনা অর্থাৎ বইটি কিভাবে পাবলিস হলে আরও ভাল হতাে। সামগ্রিক ব্যাপারে আপনাদের যে কোন পরামর্শ আমাকে উৎসাহিত করবে।
অভিনেতা হিসেবে সুখ্যাতি কুড়ানো বাপ্পি আশরাফ কর্মজীবনে শুধু অভিনয়ই করে যাননি, সুনাম কুড়িয়েছেন লেখালেখির মাধ্যমেও। টেলিভিশন মিডিয়ার কল্যাণে আমরা প্রায় সবাই-ই চিনি এই অভিনয়শিল্পীকে, বিগত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন নাটক, টিভি সিরিয়াল, টেলিফিল্ম ও সিনেমায় তার সরব উপস্থিতি ও মানসম্পন্ন অভিনয়ের জন্য। বিশেষ করে 'কমন জেন্ডার' ও মোস্তফা সরয়ার ফারুকীর 'থার্ড পারসন সিংগুলার নাম্বার' এই দুটি চলচ্চিত্রে তাঁর অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। গুণী এই অভিনেতা ও লেখক জন্মগ্রহণ করেছেন কুষ্টিয়া জেলার মিলপাড়ায়, যার ফলে তার শৈশব কেটেছে গড়াই নদীর সুন্দর চর এলাকায়। তবে বাবার সরকারি চাকরির কারণে বেশি দিন এক জায়গায় থাকা হয়নি তার। বাবার সাথে ঘুরে বেড়িয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলে। আর তিনি শিক্ষাজীবন অতিবাহিত করেছেন ঝিনাইদহের গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল ও কে. সি. কলেজে। স্কুল ও কলেজ পাশ করার পর তিনি ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং সেখান থেকেই স্নাতক সম্পন্ন করেন। এছাড়াও তিনি আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুলের একাদশ ব্যাচের ছাত্র, যেখানে তিনি নিয়েছেন অভিনয়ের পাঠ। কম্পিউটারের বিভিন্ন কাজের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন এবং বর্তমানে তিনি 'নোভা কম্পিউটার' এর স্বত্বাধিকারী। এরই ধারাবাহিকতায় বাপ্পি আশরাফ এর বই সমূহ এর প্রায় সবগুলোই কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে রচিত। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ফটোশপ ইত্যাদি বিষয়ে তিনি দক্ষতা রাখেন এবং এসকল বিষয়ে অন্যদের সম্যক ধারণা দিতেই তিনি তার বইগুলো রচনা করেছেন। বাপ্পি আশরাফ এর বই সমগ্র এর মধ্যে 'মাস্টারিং এক্সেল এক্সপি-২০০৩', 'কমপ্লিট এডোবি ফটোশপ', 'ওয়েব পেজ ডিজাইন (HTML) কম্পিউটারে হাতেখড়ি', 'এডোবি প্রিমিয়ার প্রো সিএস ৬', 'মাস্টারিং ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট', 'উইন্ডোজ ৮ এন্ড ৭', 'কোয়ার্ক এক্সপ্রেস-৭' ইত্যাদি উল্লেখযোগ্য। অভিনয় ও কম্পিউটার নিয়ে লেখালেখি করেই বেশ কেটে যাচ্ছে বাপ্পি আশরাফের কর্মজীবন।