লেখকের কথা কমপিউটারে ওয়ার্ড প্রসেসিং কার্যাবলী সম্পাদন করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে সব চেয়ে বেশি ব্যবহৃত একটি ওয়ার্ড প্রসের প্রােগ্রাম। বর্তমান সময়ে প্রােগ্রামটির সর্বশেষ ভার্সন হচ্ছে এক্সপি। এক্সপি ভার্সনের কিছু উল্লেখযােগ্য ফিচার ব্যবহারকারীদের মাঝে সাড়া জাগাতে সমর্থ হয়েছে। ওয়ার্ড এক্সপিতে সবচেয়ে উল্লেখযােগ্য সংযােজন হচ্ছে স্পীস রিকগনিশন। এটি ওয়ার্ড ব্যবহারকারীদের মাঝে একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে তা এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। এ ছাড়াও আগের ভার্সনসগুলাের (ওয়ার্ড ৯৭, ওয়ার্ড ২০০০) ফিচারসমূহ এ ভার্সনে অবিকল অবস্থায় রয়েছে। ফলে পূর্ববর্তী ভার্সন ব্যবহারকারীগণও এক্সপি ভার্সনটি ব্যবহার করতে পারবেন। বইটি রচনা করতে গিয়ে আমি কমান্ডসমূহকে কার্যভিত্তিক ভাগ করেছি। ফলে একই জাতীয় কাজগুলাে একই সাথে পাওয়া যাবে। প্রতিটি কমান্ডের উদাহরণসহ প্রয়ােগ দেখানাের হয়েছে। প্রতিটি অনুশীলণীতে উহার ভয়েস কমান্ডসমূহ দেয়া হয়েছে। যারা দ্রুত কাজ করতে চান তারা ভয়েস কমান্ডসমূহকে অনেকটা কমান্ড সামারী হেসেবে ব্যবহার করতে পারবেন। বইটিতে ব্যবহারকারীগণ বাজারের অন্যান্য বই অপেক্ষা ব্যতিক্রমী স্বাদ পাবেন - এ কথা দৃঢ় ভাবে বলতে পারি। আমার বহু কর্ম ঘন্টা শ্রমের ফসল এ বইটি। এ শ্রম মানব কল্যানে সামান্যতম অবদান রাখলেও আমার প্রচেষ্টা সার্থক মনে করব। অনিচছাকৃত ত্রুটি আগামি দিনে শুধরে দেয়ার ইচেছ থাকল।
Md. Azizur Rahman Khan was born in Village- Bibichini, PoFultala, Dist-Barguna in 1958. He had his masters from Dhaka University and received computer training in Libya. He served many national and multinational organizations in home and abroad. Now he is working in Shinepukur Holdings Limited, a Beximco organization. He has writen near a dozzen of computer books and many articles. Mr. Khan is one of those who are trying to make computer learning easy through mother tongue. We welcome his initiative.