"Anguished River and Other Design" Summary of The Book: To me poetry is a stream of images and thoughts that the subconscious fashions into concepts and throws, relentlessly, into words. Some I have the opportunity to write down, others disappear after a transient stay, creating only a minor stir in the mind and and the body. I have always had this organic link with words, in both Bangla and English which often led to an urge to write in both languages and also to translate for one to the other. Such writings have often occurred during my incessant journeys in airplanes; where couplets and stanzas have been written down in stray pieces of papers, never to be found again. But finally I am able to recover some of them patch some of those lines together in the form of a book. As a bemused recipient of torrents of words masquerading as poetry into me over a long period, such stable representation finally into a book is a great relief. As to the quality and redeeming value of these words, dear readers, you have the final say.
আবেদ চৌধুরীর জন্ম ১৯৫৬ সালের ফেব্রুয়ারিতে সিলেটের প্রাচীন ও ঐতিহ্যবাহী কানিহাটি পরগনায়। লেখাপড়া করেছেন মৌলভীবাজার সরকারি বিদ্যালয়, নটরডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের অরেগন বিশ্ববিদ্যালয়ে। গবেষণা ও শিক্ষকতা করেছেন যুক্তরাষ্ট্রের NIH, MIT ও ফ্রান্সের ইকোল নরমাল সুপিরিওর নামক বিখ্যাত প্রতিষ্ঠানগুলোতে। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে শিক্ষালাভ ও গবেষণা কর্মের পর তিনি এখন অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বিজ্ঞানী হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা CSIRO-তে। অতিসম্প্রতি জন্মস্থান কানিহাটিতে তিনি গড়ে তুলছেন গ্রামভিত্তিক শিক্ষা ও বিজ্ঞানচর্চার একটি প্রতিষ্ঠান। আর ক্রমাগত জড়িয়ে পড়ছেন লেখালেখিতে। লেখালেখির বিষয় মূলত বিজ্ঞান ও দেশবিদেশে ঘোরার গল্প। তাঁর প্রকাশিত গ্রন্থ মানবজিনোম (সময় প্রকাশন) ও শৈবাল ও অন্তরীক্ষ (দিব্যপ্রকাশ)।