"রসায়ন-দ্বিতীয় পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি)" বইটির মুখবন্ধ অংশ থেকে নেয়াঃ দেশের বিজ্ঞান শিক্ষাকে যুগােপযােগী ও আরাে আকর্ষণীয় করার লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত শিক্ষাক্রম প্রবর্তন করেছে। রসায়ন-দ্বিতীয় পত্র বইটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড কর্তৃক প্রদত্ত জাতীয় শিক্ষাক্রম ২০১২ অনুযায়ী এন.সি.টি.বি কর্তৃক অনুমােদিত পাঠ্যপুস্তক।নতুন শিক্ষাক্রমে রসায়ন শিক্ষাকে আরাে প্রাসঙ্গিক ও সহজবােধ্য করার লক্ষ্যে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত ব্যবহারিক অংশগুলাে তাত্ত্বিক আলােচনার পাশাপাশি উপস্থাপন করা হয়েছে। এতে করে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞান লাভের পাশাপাশি সংশ্লিষ্ট পরীক্ষণটি সম্পাদনের মাধ্যমে তাদের জ্ঞানকে পরিপূর্ণ রূপ দিতে পারবে। রসায়ন-দ্বিতীয় পত্র বইটি বিষয়ভিত্তিক পুস্তক। এখানে নতুন পাঠ্যক্রমে সংযােজিত ও উল্লেখিত সকল তথ্যাদি সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে। পরিবেশ রসায়নে পরিবেশের মৌলিক উপাদান বায়ু ও পানি এর সংযুক্তি, উৎস, দূষণ, প্রতিকার ও প্রভাব, শিল্প বর্জ্য ও দূষণের মতাে নতুন বিষয়াবলি অত্যন্ত সূচারুরূপে তুলে ধরা হয়েছে। জৈব রসায়ন অংশে বিক্রিয়ার কৌশল ও বিক্রিয়াগুলাে সহজ ও সাবলীলভাবে উপস্থাপিত হয়েছে। পরিমাণগত রসায়ন অংশে শিক্ষার্থীরা বিশ্লেষণ রসায়নের পরিপূর্ণ ধারণা পাবে। তাড়িৎ রসায়নে জারণ-বিজারণ ও তড়িৎ বিশ্লেষণ ও তড়িৎ কোষের ধারণাকে পূর্ণতা দিবে। সর্বোপরি অর্থনৈতিক রসায়নে দেশের রসায়ন শিল্প ও প্রাকৃতিক সম্পদ সম্পর্কে বিশদ আলােচনা তুলে ধরা হয়েছে। ব্যবহারিক শিক্ষাক্রমের দ্বিতীয় পত্রে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক নির্ণয়ের মতাে বিশ্লেষণধর্মী পরীক্ষণ অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্পূর্ণ নতুনত্ব নিয়ে এ সিলেবাসের দ্বিতীয় পত্রে কিছু পরীক্ষণ যুক্ত করা হয়েছে (যেমন: বিক্রিয়ায় গ্যাসের আয়তন নির্ণয়, দ্রবণের পরিবাহিতার পার্থক্য চিহ্নিতকরণ, ধাতুর সক্রিয়তার পরীক্ষা ও ইলেক্ট্রোকেমিস্ট্রি সম্পর্কিত কিছু পরীক্ষণ)। এসব পরীক্ষণ কোমলমতি শিক্ষার্থীদেরকে রসায়ন বিদ্যার প্রতি আরাে কৌতূহলী করে তুলবে। বইটি প্রণয়নে পরিমার্জিত শিক্ষাক্রমের নির্দেশনা, শিক্ষার্থীর ধরন, পিরিয়ড সংখ্যা ও শিক্ষায়তনে প্রাপ্ত গবেষণাগার সুবিধার কথা বিবেচনা করা হয়েছে। রসায়নের উপর প্রণীত দেশি-বিদেশি, প্রথিতযশা লেখক কর্তৃক রচিত অসংখ্য বই/জার্নাল এর আলােকে আমাদের এ বইটি রচনা করা হয়েছে।