W.H. Auden বলতেন, প্রত্যেক আত্মজীবনীতে দুটো চরিত্র থাকে, ইগাে এবং আত্মস্বত্বা। এ. জি. মাহমুদের গ্রন্থ ‘মাই ডেসটিনি’ শানিত অগ্নিশিখার মতাে ইগাের পাশ কাটিয়ে আশ্চর্য কৌশলে অকপট আত্ম উন্মােচনে সম্পৃক্ত থেকেছে। এটা একটা শান্ত সৌম্য মানুষের গল্প যিনি উচ্চাকাঙ্খর প্রলােভনে নয়, ভাগ্যলিপির কারনেই আসাধারন সব কাজ করেছেন। উনিশ শতকের দ্বিতিয়ার্ধে অর্বাচীন বাংলাদেশি মধ্যবিত্ত শ্রেনির কঠোর দুঃখ, দুর্দশা, যন্ত্রনার ঘটনাক্রম ধৃত হয়েছে এই আত্মজীবনী গ্রন্থে । দাঙ্গা হাঙ্গামার পরিবেশে বাস করার সময় দেশের মাটিতেই দেখেছেন তিনটে সার্বভৌম দেশের উত্থান এবং পতন। রাজনীতি বুঝেই তিনি সেই অশান্ত রাজনীতি থেকে সচেতন ভাবে নিজেকে দুরে রাখতেন। কিন্তু নিয়তির কি পরিহাস! ভাগ্যবিধাতা সেই রাজনীতির কাঠগড়াতেই দাড়। করিয়েছেন তাঁকে। বাংলাদেশে রাজনীতি ও রাজনৈতিক ভাঙাগড়ার দারুন সংকটকালে তাঁকে। বসতেই হয়েছে নানা সরকারি দপ্তরে। অতি সাবলীল ভাষায় তিনি বিবৃত করে গেছেন, কেমন। করে সাক্ষাত মৃত্যুর আক্রমন এবং সেনা উত্থানের পাল্টা আক্রমন থেকে প্রানে বেঁচে গেছেন, কেমন করে আন্তর্জাতিক বিমান ছিনতাই এর জটিল সমস্যার মােকাবেলা করেছেন এবং প্রচন্ড জাতীয়। খাদ্য সংকটে আসন্ন দুর্ভিক্ষ থেকে কিভাবে। বাঁচিয়েছেন দেশবাসীকে । এই গ্রন্থে শুধু স্মৃতিচারন নয়, লেখক জাতীয় জীবনের সংকটময় সময়ের। ইতিহাসকেও চিত্রিত করেছেন।
ড. বেগম জাহান আরা। জন্ম : ১৩ সেপ্টেম্বর, ১৯৩৭ সাল, রাজশাহী। এম.এ. (বাংলা, প্রথম শ্রেণি, প্রথম, ঢাকা বিশ্ববিদ্যালয়); বি.এড (প্রথম শ্রেণি, প্রথম, ঢাকা বিশ্ববিদ্যালয়); এম.এসসি. (ভাষাবিজ্ঞান, এক বছর মেয়াদি ডিগ্রি, প্রথম শ্রেণি, পুনে বিশ্ববিদ্যালয়, ভারত); পিএইচ.ডি. (ভাষাবিজ্ঞান, পুনে বিশ্ববিদ্যালয়); অধ্যাপনা : আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৭৫-২০০১); অধ্যাপনা : ইউল্যাব, ঢাকা। (২০০৭-২০১৪)। উচ্চারণের ১২টা পাঠ নিয়ে ৩টা পূর্ণ ক্যাসেট, ১টা সিডি, দূরশিক্ষণের মডিউল পাঠসহ উচ্চারণের ক্যাসেট করেছেন। সাংবাদিকতা : বাংলার বাণী (১৯৭৩-৭৫), সংবাদ (১৯৭৫১৯৭৯)। রেডিও টেলিভিশনে প্রমিত বাঙলা’র গবেষণামূলক অনুষ্ঠান উপস্থাপনা এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন (১৯৭৩-২০১৫); রেডিও টেলিভিশনে নজরুল গীতি পরিবেশেন করেছেন (১৯৭৩-১৯৮৩)। উপন্যাস, ছােটগল্প, প্রবন্ধ, শিশুসাহিত্য, গবেষণাগ্রন্থ ও পাঠ্যপুস্তক মিলিয়ে প্রায় ১০০টি গ্রন্থ প্রকাশিত। পুরস্কার : ঢাকা বিশ্ববিদ্যালয় মেধা পুরস্কার; ভাষাবিজ্ঞানি সম্মাননা, ঢাকা বিশ্ববিদ্যালয়; কেন্দ্রীয় লালন পরিষদ পুরস্কার; দেওয়ান মােহাম্মদ আজরফ ফাউন্ডেশন পুরস্কার; কমর মুশতারি স্মৃতি পুরস্কার, সংগীতে ১০টি সােনার পদক ও ২০টি রুপাের পদক ইত্যাদি। এখনও সক্রিয় আছেন বাংলা ভাষার গবেষণায়। বর্তমানে প্রমিত বাংলা উচ্চারণ, প্রমিত বাংলা বানান এবং প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ তাঁর গবেষণার বিষয়। পত্র-পত্রিকায় লেখেন নিয়মিত। ব্যক্তিজীবনে বন্ধুসুলভ, সংগ্রামী ও পরিশ্রমী ।