“বাংলা সাহিত্যে নারী সমকামিতা" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ সমকামিতা সমাজে আছে। নারী-সমকামিতাও আছে। স্বীকৃত না-হলেও সমাজে অস্তিত্বকে অস্বীকার করাপর জো নেই। আর তারই প্রতিফলন ঘটেছে আমাদের সাহিত্যে। কিন্তু এ নিয়ে কেউ তেমন করে গবেষণায় প্রবৃত্ত হননি। চলমান গ্রন্থ তাই অনন্যতার দাবিদার। আরও ব্যাপক গবেষণার পথনির্দেশক হতে পারে এই গ্রন্থ। নারী-সমকামিতা নিয়ে গবেষণা করেছেন একজন নারী। তাই এই গ্রন্থের বিশেষ তাৎপর্য রয়েছে। নারীদের প্রতি, বিশেষ করে সমকামী নারীদের প্রতি সমানুভূতি জাগাতে এই গ্রন্থের ভূমিকা তাই অনস্বীকার্য। তথ্য আহরণের ক্ষেত্রে তাঁর সূক্ষ্ম দৃষ্টির পরিচয় যেমনি মেলে, তেমনি বিশ্লেষণের ক্ষেত্রেও তিনি মেধাবী ও পরিশ্রমী। এই গ্রন্থ বাংলা সাহিত্য সমালােচনার ক্ষেত্রে নতুন দিক উন্মােচনে সহায়ক হয়ে উঠবে। বাংলা-অঞ্চলের বাইরে থেকেও বাংলা সাহিত্য নিয়ে এরকম বিশেষ কৌণিক গবেষণা যে কোনাে অসুন্ধানী পাঠক এবং নবাগত গবেষককে আকর্ষণ করবে। সমালােচনা-সাহিত্যের দরবারে শংকরী মুখােপাধ্যায়ের এই সক্রিয় অংশগ্রহণ ও বৌদ্ধিক অবদান সকল মহলের সাধুবাদ পাওয়ার যােগ্য। এই গবেষণা আমাদেও প্রাতিষ্ঠানিক গবেষণাসাহিত্যেও ভাণ্ডার সমৃদ্ধ করে তুলবে।