ভূমিকা প্রতিটি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পিছনে অনেকের অবদান থাকে। আমার লেখা এই গ্রন্থ “অটোক্যাড প্রজেক্টর” প্রকাশ হওয়ার পিছনে সবচেয়ে বেশী অবদান শ্রদ্ধেয় শাহীদ হাসান তরফদার ভাইয়ের। অবশেষে মালিক আল্লাহতা’আলার রহমতে বইটি প্রকাশিত হলো। গ্রন্থটি অটোক্যাডে সম্পন্ন করা অনেকগুলো বাস্তব প্রজেক্টস-এর সমন্বয়। আমার বহুল জনপ্রিয় অটোক্যাড গ্রন্থের অনেক পাঠক-পাঠিকা এ ধরনের প্রজেক্টস বইয়ের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন দীর্ঘদিন ধরেই। তা’ছাড়া আমি নিজেও এর অভাব অনুভব করেছি। আশাকরি এখন সেই অভাব পূরণ হবে। গ্রন্থটি সম্পূরক গ্রন্থ। অটোক্যাড টেক্সট বুক অধ্যায়ন করে অটোক্যাড প্রজেক্টস বইটি অনুশীলন করুন। বাস্তব প্রজেক্টগুলো ফলো করুন।
আপনার কোন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা চলে আসবে যদি প্রজেক্টগুলো অনুশীলন করেন। বইটির সাথে সংশ্লিষ্ট সিডি রয়েছে। সিডিতে প্রতি প্রজেক্টের ড্রইং ফাইলগুলো বর্তমান আছে। অটোক্যাড চালু করে অটোক্যাড থেকে ফাইলসমূহ ওপেন করতে হবে। গ্রন্থের প্রজেক্ট নং এবং সিডিতে প্রজেক্ট নং এর সিরিয়াল একই।
শত প্রচেষ্টার পরও কিছু কিছু মুদ্রণ ত্রুটি থেকেই যায়। সে সকল অনিচ্ছাকৃত ত্রুটি পাঠক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলপ্রকার পরামর্শ ও সহযোগিতা পরবর্তী পরবর্তী সংস্করণে গ্রন্থটিকে আরো ত্রুটিমুক্তভাবে প্রকাশে অনুপ্রাণিত করবে।
কম্পোজ, কভার ডিজাইন ইত্যাদিতে পরিশ্রম করার জন্য শেহাব উদ্দিন জুয়েলের কৃতজ্ঞতা স্বীকার করছি।
সর্বশেষে বইটি প্রকাশের জন্য অবশ্যই জ্ঞানকোষ প্রকাশনীকে ধন্যবাদ জানাই।