"অস্বাভাবিক মনোবিজ্ঞান : মানসিক ব্যাধির লক্ষণ কারণ ও আধুনিক চিকিৎসা পদ্ধতি" বইটির মুখবন্ধ থেকে নেয়াঃ “অস্বাভাবিক মনােবিজ্ঞান : মানসিক ব্যাধির লক্ষণ, কারণ ও আধুনিক | চিকিৎসা পদ্ধতি গ্রন্থে আমাদের জীবনের নানা ধরনের কঠিন মানসিক সমস্যা, বিশেষ করে যেসব সমস্যা আমাদের জীবনকে কষ্টদায়ক করে তােলে, সেগুলাের কারণ ও চিকিৎসা পদ্ধতি নিয়ে আলােচনা করা হয়েছে। আমাদের চাহিদা অনেক, সম্পদ কম এবং নানা রকমের প্রতিবন্ধকতা আমাদের বাঁচার সামকে কঠিন করে তােলে। প্রতিবন্ধকতা অনতিক্রম্য হলে এবং আমাদের যুদ্ধ করার শক্তি কম হলে আমরা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। বর্তমান গ্রন্থে সব ধরনের মানসিক ব্যাধি, যেমন উদ্বেগ জনিত বিকৃতি, শারীরবৃত্তীয় ও বিচ্ছিন্নতামূলক বিকৃতি অমূলক ভীতি, খাদ্য গ্রহণের বিকৃতি, হৃদ রােগ ও অন্যান্য মনােশারীরবৃত্তীয় ব্যাধি, কিজোফ্রেনিয়া, বিষন্নতা, মাদকাসক্তি, ব্যাক্তিত্বের বিকৃতি, যৌন অক্ষমতা ও অন্যান্য যৌন বিকৃতি; শৈশবের বিকৃতি-যেমন অতিচঞ্চলতা ও মনােযােগর অভাব; বার্ধক্যের মানসিক বিকৃতিসমূহ এবং এসব বিকৃতির কারণ ও চিকিৎসা সম্বন্ধে আলােচনা করা, হয়েছে। মানসিক রােগের ভেষজ চিকিৎসা সহ বিভিন্ন ধরনের মনােচিকিৎসা পদ্ধতি সম্বন্ধে আলােচনা করা হয়েছে।
Title
অস্বাভাবিক মনোবিজ্ঞান : মানসিক ব্যাধির লক্ষণ কারণ ও আধুনিক চিকিৎসা পদ্ধতি