“ছোটদের রাজনীতি" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ ছােটদের রাজনীতি, ছােটদের অর্থনীতি জাতীয় বই-এ প্রায় প্রতি সংস্করণেই কিছু না কিছু সংযােজন সংশােধন প্রয়ােজন হয়ে পড়ে। ছােটদের রাজনীতি বইয়ের আগের দুটি সংস্করণের একটিতে ‘সােভিয়েত সমাজতন্ত্রের বিফলতার কারণ' নামে একটি নতুন অধ্যায় যুক্ত হয়েছে। তারপরের সংস্করণে ‘জাতীয়তাবাদ, মৌলিকতাবাদ ও সাম্প্রদায়িকতা আর একটি প্রয়ােজনীয়। অধ্যায় যােগ করা হয়েছে। এবার তেমন কোনাে নতুন অধ্যায় না হলেও ল্যাটিন আমেরিকা, আফ্রিকার মুক্তি সংগ্রামের সাফল্য ও সামান্যতঃ বাংলাদেশ। সম্পর্কে কিছু কথা বলা প্রয়ােজন ছিল। প্রয়ােজন ছিল নিরপেক্ষ আন্দোলন সম্পর্কেও আবার একটু বিশেষ করে মনে করিয়ে দেওয়ার। আমার অসুস্থতার কারণে স্থানে স্থানে এই সংযােজনের দায়িত্বটুকু আমি আমার স্নেহভাজন, রাষ্ট্রবিজ্ঞানের তরুণ অধ্যাপকদের মধ্যে অন্যতম ড. শােভনলাল দত্তগুপ্তের হাতে ছেড়ে দিই। আমি দেখে সুখী হয়েছি শ্রীমান শােভন তাঁকে দেওয়া দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন। বিশেষ করে অত্যন্ত মনােযােগ ও সতর্কতার সঙ্গে এই সংস্করণের গােটা প্রেসকপি তৈরি করে দিয়েছেন। এ সংস্করণে গত সংস্করণের ‘জাতীয়তাবাদ, মৌলিকতাবাদ ও সাম্প্রদায়িকতা অধ্যায়টি ভারতীয় জাতীয়তা সমস্যা নামে বই-এর শেষ অধ্যায়ের আগের। অধ্যায় হিসেবে এসেছে!