আইভি রহমান। পেশায় একজন আইনজীবী। অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন তিনি। সে দেশের আদালতে আইনজীবী হিসেবে পেশাত দায়িত্ব পালনের পাশাপাশি লিখে যাচ্ছেন প্রতিনিয়ত। একজন বাঙালি নারী হিসেবে ভেতরে সবসময়ই পোষণ করেন বাঙালিয়ানা এবং বাংলাদেশের প্রতি তাঁর রয়েছে নাড়ির টান। বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক আলো হাওয়ায় বেড়ে ওঠার কারণেই অস্ট্রেলিয়ায় দেখা অনেক ঘটনাকে মেনে নিতে পারেননি মন থেকে। আইনজীবী হিসেবে প্রতিদিন তাঁকে নানান বিচিত্র ঘটনার সাথে সম্পৃক্ত হতে হয়। একজন স্বামী কিভাবে তার স্ত্রীকে অবজ্ঞা করে একটা কুকুরের সাথে সখ্য গড়ে, এজন বাংলাদেশী তরুণ কিভাবে একজন অস্ট্রেলিয় পুরুষের শয্যাসঙ্গী হয়ে যায় এবং তারপরও অন্য বাঙালি মেয়ের সাথে প্রেমের অভিনয় করে, কিভাবে একজন পুরুষ সারাদিন যথেচ্ছ জীবনাচরণ করে এসে রাতে স্ত্রীর ওপর তার স্বামীত্ব ফলায় Ñ স্ত্রীকে পর্দায় রাখতে চায়, বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক টানাপোড়েন কিভাবে আন্দোলিত করে লেখিকাকে এসবেরই বহি:প্রকাশ ‘হৃদয়ের ভেতরবাড়িতে আগুন’। ৩৫টি নাতিদীর্ঘ অথচ সত্য ঘটনা অবলম্বনে লেখা প্রচলিত ধ্যান ধারণাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার মতো অবিশ্বাস্য সব গল্পের সমাহার।