জিম্বাবুয়ের একজন মুগাবে এবং ফিরে দেখা রোডেশিয়া "The sun never sets on the British Empire's" কথাটি এখন হয়তো আর ধোপে টিকে না ব্রিটিশ শাসনের বেলায়। কিন্তু একটা সময় ছিলো, পৃথিবীর দেশ থেকে উপমহাদেশ আর মহাদেশ জুড়ে ছিল তাদের সাম্রাজ্য। এ সাম্রাজ্যে সূর্য অস্ত যেত না কারণ তাদের নিয়ন্ত্রনাধীন একটা দেশে সূর্য অস্ত গেলেও অন্য দেশে ঠিকই বিচ্ছুরিত করতো সূর্য তার উত্তাপ। আর এই উত্তাপ নিয়েই ব্রিটিশরা দাপটের সাথে করেছে তাদের রাজ্য শাসন, অন্য অর্থে এক সর্বগ্রাসী আগ্রাসনের মধ্যে দিয়ে তারা এক-তৃতীয়াংশ পৃথিবীকে জয় করেছে। ১৯২১ সাল পর্যন্ত সারা পৃথিবীর ৪১৮ মিলয়ন মানুষকে তারা করেছে শাসন। আর এই হাজারো কোটি মানুষকে শাসন করতে তাদের দখল করে নিতে হয়েছিল ১৪.২ বর্গমিলিয়ন মাইল এলাকা। শত শত বছরের শাসনে এই ব্রিটিশ শ্বেতাঙ্গরা কত মানুষের প্রাণ সংহার করেছে, ইতিহাসই তো তার সাক্ষী। আমাদের ছোট্ট বাংলাদেশও হয়েছে এই দংশনের শিকার। তাদের শাসনের সেই সময়ে আজকের পৃথিবীর মতো তার সন্ধান পায় নি খনিজ সম্পদগুলোর। তেল-গ্যাস কিংবা স্বর্ণের জন্য তখন তারা হানা দেয় নি। জমি আর চাষ ছিল তাদের লোভের এক প্রধান টার্গেট। যেমন আঠারো শতকে তারা চোখ ফেলেছিল বাংলাদেশের জমিগুলোর দিকে। নীল চাষ সারা বাংলার কৃষককূলকে করে ফেলেছিল নীল। যেন রক্তচোষা শুরু করেছিল ব্রিটিশ বেনিয়ারা।