তিরিশ-উত্তর আধুনিক বাংলা কবিতার সবচেয়ে সফল ও দীপ্তিমান কবি শামসুর রাহমান। তাঁর কবিতার ব্যাপ্তি নবদিগন্ত-বিস্তারী। কবিতার নিজস্ব একটা ঘরানা তৈরি করতে সক্ষম হয়েছেন ইতিমধ্যে গতায়ু হয়ে যাওয়া এই কবি। শামসুর রাহমানের কবিতার দুটি মহল রয়েছে- একটি সুন্দরায়ন ও অন্যটি জীবনায়ন। তাঁর কাব্যসাধনার মধ্যে দিয়ে সচেতন জীবনবোধ ও শিল্পবোধের চমৎকার সমন্বয় লক্ষ্য করা যায়। এই কবি বহুভৌমিক ও বহুবিস্তৃত জীবনকে নানামাত্রিক রূপ-রস-বর্ণ-গন্ধে করে তোলেন অভূতপূর্ব, অনুপম। কবিতায় ব্যবহৃত তাঁর শব্দপুঞ্জ প্রতিবারই নানা দ্যোতনা ও তাৎপর্য নিয়ে হাজির হয় পাঠকের সামনে। শামসুর রাহমানের কবিতা যেমন প্রতœ-স্মৃতি, স্মৃতিগাথার আখ্যান, তেমনি আশা ও ইউটোপিয়ান প্রবণতায় সমর্পিত। শামসুর রাহমানের কবিতা-মুগ্ধ অনুসন্ধিৎসু গবেষক ও কবি গাউসুর রহমান তাঁর বিশ্লেষণী সৃজনধর্মী চমকে শামসুর রাহমানের বহুবিস্তৃত কাব্যভুবনের শিল্পসৌন্দর্যমূল্য পাঠকের নজরে তুলে ধরেছেন। কবিতাপ্রেমীরা গ্রন্থটি পাঠ করে এই জনপ্রিয় কবির নানামাত্রিক কাব্যচর্চার অঙ্গনে পরিভ্রমণের সুযোগ পাবেন। শামসুর রামানের কবিতা নতুনভাবে মূল্যায়িত করতে কবিতার শামসুর রাহমান গ্রন্থটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা।
কবি, প্রাবন্ধিক-গবেষক, কলামিস্ট, কথাসাহিত্যিক হিসেবে গাউসুর রহমান স্ব-চিহ্নিত বৈশিষ্ট্যের অধিকারী । কবি হিসেবে তিনি নিজস্ব Poetic diction অর্জনের জন্যে সচেষ্ট। নতুন কণ্ঠস্বরের অধিকারী এই কবি প্রাবন্ধিক-গবেষক হিসেবে তুখােড় মেধাবী; তার বিশ্লেষণ অনবদ্য। নজরুল, জসীমউদ্দীন, ফররুখ আহমদ, শামসুর রাহমান সম্পর্কে তার নিজস্ব গ্রন্থ রয়েছে। নজরুল সম্পর্কে তার গ্রন্থের সংখ্যা চার । আরও দুটি প্রকাশের অপেক্ষায়। রবীন্দ্রনাথ ও জীবনানন্দ সম্পর্কে দুটি গ্রন্থ যন্ত্রস্থ। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশ। অ্যাডর্ন প্রকাশিত তাঁর উল্লেখযােগ্য দুটি গ্রন্থ হল, জাতিসত্তার কবি : মুহম্মদ নূরুল হুদা ও কবিতার শামসুর রাহমান । অধ্যাপনায় নিয়ােজিত গাউসুর রহমান বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ এমএ; পরবর্তী সময়ে তিনি এলএলবি ডিগ্রিও অর্জন করেছেন । পিতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবদুল মান্নান ও সুগৃহিণী মা হােসনে আরা বেগমের জ্যেষ্ঠপুত্র গাউসুর রহমান। স্ত্রী কামরুন নাহার ও পুত্র সুহৃদ রহমানকে নিয়ে ময়মনসিংহ শহরে তিনি বসবাস করেন।।