Book Summary : বাংলাদেশের নির্বাচিত ১০১ ছড়া, এ দেশের মানুষের হাসি-কান্না, আনন্দ-বেদনা ও সমাজের মুখচ্ছবি। ধর্ম, রাজনীতি, অর্থনীতি, এমনকি আধুনিক বিজ্ঞানও আশ্রয় হয়ে উঠেছে এসব লেখায়। এ যেন মানুষ ও সমাজের মুখচ্ছবিরই ক্যানভাস ও চিত্ররূপ। কল্পনা ও পারলৌকিকতার স্থান কমই ঘটেছে। প্রকৃত এই, ইহলৌকিক জগতের খুঁনসুটি ও নিরন্তর যাত্রা-পথের এক সম্পন্ন নাম সাহিত্য; সংস্কৃতি সাহিত্যকে আবৃত করে, আবার কখনো কখনো উন্মোচিত করে। এই যাত্রাকালের পরতে পরতে ছড়া-কবিতা ভাগ বসিয়েছে ন্যায্যের, অধিকারের, মর্যাদার। জীবনের এই সম্পূর্ণ গানের যাত্রাপথ রচনা করেছেন লেখকেরা। তাঁদের উল্লেখযোগ্য সংখ্যক লেখার নিবিড় পাঠ ও বাছাইয়ে এ-গ্রন্থের গঠন ও বিকাশ...
কবিতা রচনা দিয়ে সাহিত্যযাত্রা, গান-গল্প-প্রবন্ধ-ছড়া-চিত্রনাট্য-কলাম প্রভৃতি লিখে চলেছেন। আধুনিক বিশ্বে ভয়ঙ্কর দুটি শক্তি : রাজনীতিক ও যাজক, তাদের ভণ্ডামির বিরুদ্ধে তুলে ধরেছেন কলম-সম্ভাবনা গদ্য-পদ্য, লিখছেন খোলামত ও মতাদর্শ।