"আহমদ শরীফ রচনাবলী-৪" বইটির ভূমিকা থেকে নেয়াঃ চতুর্থ খণ্ডের পাঁচটি গ্রন্থে মূলত বাঙালি, বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের বিভিন্ন প্রসঙ্গ আলােচিত হয়েছে। সঙ্গে আছে দেশ ও জাতি নিয়ে ডক্টর শরীফের সমকালীন ভাবনা ও অভিমত। বাঙলা ভাষা-সংস্কার আন্দোলনে উনিশ শ সাতচল্লিশ পরবর্তীকালে পাকিস্তান রাষ্ট্রের কাঠামাের তঙ্কালীন পূর্ববাংলার বাংলা ভাষা সংস্কারের নামে তাহজীব-তমদুন ওয়ানাদের নানা ষড়যন্ত্রের এবং এর প্রতিক্রিয়ার বিবরণ রয়েছে। ইদানীং আমরা’ গ্রন্থের বিষয় সমকালীন বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতি এবং কিছু ব্যক্তিগত অনুভব। বাঙালীর চিন্তাচেতনার বিবর্তনধারা ডক্টর শরীফের মননৰ্চার একটি উৎকৃষ্ট নিদর্শন। বিষয়টি তার দীর্ঘদিনের অধ্যয়ন, গবেষণা, বােধ ও উপলব্ধির কর্ষণ। আবদুল করিম সাহিত্যবিশারদ বাংলা একাডেমীর জীবনী গ্রন্থমালার সূচনা-পর্যায়ের একটি বই। আহমদ শরীফই পিতৃব্যের জীবনী প্রণয়নের যােগ্যতম ব্যক্তি। এ-দায়িত্ব তিনি সাগ্রহে সম্পন্ন করেন। বাংলা, বাঙালি, বাঙালির ধর্মান্দোলন, শিক্ষা, সংস্কৃতি, জাতীয়তা, গণমানবমুক্তি ইত্যাদি চিন্তাবিদ আহমদ শরীফের প্রিয় ভাবনাগুলাে আলােচিত হয়েছে এবং আরাে ইত্যাদি বইতে।