"মুক্তিযু্দ্ধ সত্যের মুখোমুখি" বইয়ের ফ্ল্যাপের লেখা: আমাদের জাতীয় জীবনের মহত্তম অর্জন স্বাধীনতা। এই স্বাধীনতা এসেছে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। আর মুক্তিযুদ্ধের যে-সব ঘটনাবলি ও তথ্যাদি এর আগে আলােচনা হয়নি বা হলেও তা ভিন্নমাত্রিকতায় উঠে এসেছে। মুক্তিযুদ্ধ : সত্যের মুখােমুখি বইটিতে । এই বই মুক্তিযুদ্ধের ইতিহাসে নতুন ভাবনার জন্ম দেবে এবং জ্ঞানপাপী ও ইতিহাস বিকৃতিকারীদের সত্যের মুখােমুখি দাঁড় করাবে। এ-বইয়ে মুক্তিসংগ্রামের পূর্বাপর ষড়যন্ত্র, চক্রান্ত অতিক্রম করার ঘটনাবলি স্পর্শ করা হয়েছে। একথাও দ্ব্যর্থহীনভাবে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা ছিল দীর্ঘ সংগ্রাম ও লড়াইয়ের ফলশ্রুতি। সেই লড়াই-সংগ্রামের ইতিহাসনির্ধারিত পথে নেতৃত্বের শীর্ষে কীভাবে চলে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারও বস্তুনিষ্ঠ ও নির্মোহ তথ্যচিত্র বর্ণিত হয়েছে। মুক্তিযুদ্ধের নির্বাচিত গণপ্রতিনিধিদের ভূমিকা এবং একই সঙ্গে তাদের উপেক্ষিত হওয়ার দিকটিও বইটিতে প্রথমবার সংযােজন করা হয়েছে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের একাংশ কীভাবে সকল নিয়ম, শর্তাদি ভঙ্গ করে গ্যালাষ্ট্রি অ্যাওয়ার্ড নিজেদের গলায় ঝুলিয়েছেন তার মুখােশও উন্মােচিত করার প্রয়াস নেয়া হয়েছে। বলা বেশি, একইসঙ্গে সবাইকে সন্তুষ্ট’ আর ‘খুশি’ করার নয় এই বই।
Professor Abu Sayed অধ্যাপক ড. আবু সাইয়িদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এককালীন শিক্ষক ও রাকসুর ভিপি । সত্তরের নির্বাচনে নং সেক্টরের উপদেষ্টা ও ক্যাম্প ইনচার্জ। গণপরিষদে বাহাত্তরের খসড়া সংবিধান সংরচনা কমিটির অন্যতম সদস্য। বঙ্গবন্ধু কর্তৃক পাবনা জেলা গভর্ণর ' ডেজিগনেট । সাবেক তথ্য প্রতিমন্ত্রী। এছাড়া জাতীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অভিজ্ঞতাঋদ্ধ। তাঁর লেখা বইয়ের মধ্যে উল্লেখযোগ্য: ফ্যাক্টস্ এন্ড ডকুমেন্টস: বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, মেঘের আড়ালে সূৰ্য, ছোটদের বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব, আঘোষিত যুদ্ধের ব্ল-প্রিন্ট, ব্রুটাল ক্রাইমস্, বাংলাদেশের স্বাধীনতা: যুদ্ধের আড়ালে যুদ্ধ, মুক্তিযুদ্ধ: সিক্রেট ডিপ্লোম্যাসি, মুক্তিযুদ্ধ: উপেক্ষিত গেরিলা, জেনারেল জিয়ার রাজত্ব, সাধারণ ক্ষমা ঘোষণার প্রেক্ষিত ও গোলাম আযম, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঐতিহাসিক রায়, বাংলাদেশের গেরিলা যুদ্ধ, যুদ্ধাপরাধ: প্রেক্ষিত বাংলাদেশ, বাংলাদেশ থ্রেট অব ওয়ার, একাত্তরে বন্দী মুজিব: পাকিস্তানের মৃত্যু যন্ত্রণা, সমাজ বদলে বঙ্গবন্ধুর ব্ল-প্রিন্ট, মুক্তিযুদ্ধের দলিল লণ্ডভণ্ড এবং অতঃপর, বাংলাদেশের স্বাধীনতা: কুটনৈতিক যুদ্ধ ইত্যাদি।