পেবেৎ পাখির প্রতিশোধ অনেকদিন আগে একটি ঝোপে এক পেবেৎৎ পাখি ছোট্ট ছোট্ট ছানাদের নিয়ে বসবাস করত। নতুন কিছু ডিম জন্ম দিয়ে সেগুলোও তা দিচ্ছিল। একদিন একদল হাতি পেবেতের বাসার কাছে চলে এলো। হাতির দল দেখে পেবেতের বাচ্চারা ভয় পেয়ে মাকে বলল, 'মা, মা, দেখো কিছু হাতি আমাদের বাসার কাছে চলে এসেছে। আমাদের বাসার ঝোপে চলে এলে তাদের পায়ের চাপে আমরা সবাই মারা যাব। তুমি হাতির দলনেতাকে একটু বল না, আমাদের যেন পায়ের তলায় পিষ্ট না করে।' বাচ্চাদের কথা শুনে মা পেবেৎ বাসার বাইরে বের হয়ে হাতির দলনেতাকে অনুনয় করে বলল, 'ওহে হাতি দলনেতা ও অন্য হাতি বন্ধুগণ, আমি এই ঝোপে আমার ছোট্ট বাচ্চাদের নিয়ে বাস করছি। আমার কিছু নতুন ডিমও রয়েছে। বন্ধুরা দয়া করে আমার বাসার এদিকে এসে বাচ্চাদের মেরে ফেলবেন না। ওরা এখনও উড়তে শেখেনি, আর মাসুম ডিমগুলোর জন্যও একটু করুণা ভিক্ষা চাচ্ছি।' মা পেবেতের কথা শুনে দলনেতাসহ সকল হাতি পেবেতের বাসাকে পাশ কাটিয়ে চলে গেলো যাতে পেবেতের বাচ্চা ও ডিমগুলোর কোনো ক্ষতি না হয়। কিন্তু দলের সবচেয়ে পেছনের হাতিটি ছিল বেয়াড়া ও অহংকারী প্রকৃতির। সে পেবেতের কথাকে একটুও পাত্তা না দিয়ে 'আরে পিচ্চি পেবেৎ, তোমার কথায় আমি সরে যাব কেন? তোমাকে রাস্তায় বাসা বানাতে বলেছে কে?' এ কথা বলে সে পেবেতের বাসার উপর দিয়েই বাচ্চা আর ডিমগুলোকে তার বড় বড় পা দিয়ে পিষ্ট করে হেঁটে চলে গেল। তার পায়ের তলায় পিষ্ট হয়ে পেবেতের বাচ্চারা আর্ত চিৎকার করতে করতে মারা গেল। চোখের সামনে বাচ্চা আর ডিমগুলোকে বেয়াড়া হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে অসহায়ভাবে মরতে দেখে মা পেবেৎ 'চেক' 'চেক' ডাকে আর্তনাদ করে এদিক সেদিক উড়তে লাগল।