বুক রিভিউ কম্পিটিশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। ** সর্বনিম্ন ১০০ শব্দের মাঝে। যা লিখতে হবেঃ বই সম্পর্কে কমপক্ষে ৩ টি ভাল দিক ও এমন ৩ টি দিক যা আরও ভাল হতে পারত * ১ম পুরস্কার ২০০০ টাকার বই * ২য় পুরস্কার ১৫০০ টাকার বই * ৩য় পুরস্কার ১০০০ টাকার বই
Book Summary কিশওয়ার ইমদাদ প্রবাস জীবনের নানা গল্প আর অভিজ্ঞতা নিয়ে লিখেছেন - ‘পূর্বের চোখ পশ্চিমের মন’। উত্তর আমেরিকায় বসবাসের চালচিত্র, নানান চমকপ্রদ দিক বন্দী করেছেন তার শব্দমেলায়। কিশওয়ার ইমদাদের লেখায় গদ্যের পাশাপাশি এসেছে কাব্য আর বাস্তব সব ঘটনা বিবৃত হয়েছে কাল্পনিক চরিত্রের ছায়ায়, আড্ডা আর গল্পের আদলে। শুল্ক পরিসংখ্যান তার লেখনিতে হয়ে ওঠে জীবন্ত। তথ্য থেকে বের করে আনতে জানেন অনেক মজার বিশ্লেষনে। পশ্চিমের মানবীয় সম্পর্ক, ভাষা সংস্কৃতি, শহরের ইতিহাস, অর্থনীতি, আয় বৈষম্য, ক্রেতা সমাচার, চাকুরির বাজার, বাবস্যা-বানিজ্য এবং জীবন ধারার নানান দিক মেলে ধরেছেন নানান দৃষ্টিকোণ থেকে। এছাড়াও কানাডার জীবনযাত্রার এবং অভিবাসন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য সংযোজিত হয়েছে। তার লেখায় একদিকে ফুটে ওঠে পশ্চিমের সৌন্দর্যের মোহময়তা অন্যদিকে উঁকি দেয় সর্বনাশের বহুবর্ণ আভা। পশ্চিমের বিবিধ প্রসঙ্গ নিয়ে লেখা উপভোগ্য বইটি সমৃদ্ধ করবে পিপাসু পাঠকের মন।