ফ্ল্যাপে লিখা কথা “বৃষ্টিভেজা মন” শাফাত খৈয়ামের প্রথম কাব্যগ্রন্থ। কবিতায় চিরন্তন বিষয় প্রেম। প্রেমকেই প্রধান বিষয় করা হয়েছে এ কাব্য গ্রন্থে। প্রেমের কবিতা মানে জীবনের কবিতা। জীবনের সঙ্গে যুক্ত আছে নানা ধরনের সম্পর্ক-দাম্পত্য,পরকীয়া ,পারভারশন, পরিবার। এক জীবনের ভিতরে কতো শাখা-প্রশাখা,কতো সম্পর্কের মুখ। শাফাত খৈয়ামের কবিতা এদিকে বিশেষ আলো ফেলেছে যা আধুনিক জীবনের অনুষঙ্গ। কবিতা লেখা তাঁর কাছে বেঁচে থাকার, স্বপ্ন দেখার, সুখের অতলান্তিক স্পর্শের অবলম্বন। তাঁর কবিতার কম্যুনিকেটিভ। সহজ প্রাঞ্জল ভাষায় বোধ ও ভাবনার অন্তর্গত কথাগুলো উচ্চারণ করেছেন। বিস্ময়,রহস্যময়তা ও বুদ্ধি কিছু কবিতার সৌন্দর্যকে অন্য মাত্রা দিয়েছে । সার্থক প্রেমের কবিতার বিরাট অংশ আত্নজীবনী-হয়তো একারনেই । ঐতিহ্য ও আধুনিতার উজ্জ্বল মেলবন্ধন তাঁর কবিতায় উপস্থিত।
সূচিপত্র * বৃষ্টিভেজা মন * ক্যাকটাস * সম্পর্কের নানা রঙ * শীতের শুরুতে * দেহমন * তোমার কণ্ঠ * প্রিয় নামে ডাক দিয়ে যাবো * নৌকা ভেসে চলে গভীর সমুদ্রে * স্পার্ম ডোনার * লোড শেডিং -এর উষ্ণতায় * শেষ ট্রেুন * অদ্ভুত মিষ্টি গন্ধ * দূর নক্ষত্রের মতো চোখ দুটো * মিলনের রং সাদা * ভুলে থাকার ওষুধ দিতে পারেন * রহস্যময়ী * তুমি ছাড়া দিনরাত্রি * আমাকে যখন তখন দোলা দাও * রেস্তোরাঁয় এক নারী * একটি নৌকা ভিড়ানো * আমি দু:খিত প্রিয়তমা * এক বৃষ্টির দিনে * নারীরা ভালোবাসায় বাঁচে * তোমাকে দেখলে * তোমার ছবিটি * ভালোবাসা ও স্বাধীনতা * চলতে চলতে মনে হলো * তুমি যখন পাশে থাকো * এর জন্য তুমিই দায়ী * সেই ঘামে ভেজা মুখটি * চশমান লেনস * একটি নারী কণ্ঠ * মাতৃত্ব এক * মাতৃত্ব দুই * ফিরে আসা * তোমার জন্যই * একদিন জীবন ছিল * ভালাসার জোনাকি * তোমার জন্য কষ্ট * কনকনে শীতের রাত্রে একদিন * অন্য নারী * তোমার বাড়িতে যাবার দিন * হাসির ধরণ দেখে * দিকের কম্পাস * আমরা কতটুকু ভালো আছি * সম্পর্ক * মা
শাফাত খৈয়ামের জন্ম ১৩ জুলাই ১৯৫৬, বিক্রমপুর। বাবা শফিউদ্দিন আহমেদ ছিলেন খ্যাতনামা আইনজীবী। মা উম্মে সালমা খাতুন ছিলেন স্কুলের শিক্ষিকা । বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি অর্জন করেন ১৯৮০ সালে। তারপর সৌদি ন্যাশনাল গার্ডের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। গীতিকার হিসেবেই তিনি সুপ্রতিষ্ঠিত। কিন্তু কবিতা লেখার মধ্য দিয়েই সত্তর দশকের শুরুতে তাঁর সাহিত্যজগতে আবির্ভাব। গীতিকার হিসেবে তিনি বাংলাদেশ বেতারে ১৯৭৮ ও বাংলাদেশ টেলিভিশনে ১৯৮০ সালে তালিকাভুক্ত হন। বর্তমানে তিনি বিশেষ তথা সর্বোচ্চ শ্রেণীর গীতিকার। তিনি বাংলাদেশ গীতিকবি সংসদের একটানা দশ বছর সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি এই সংগঠনের সহ-সভাপতি। তিনি সম্পাদনা করেছেন- সূর্যশপথ (একুশ ১৯৬৯), একুশের গান (১৯৮৪), চেতনায় একুশ (১৯৮৫), গানের ভুবনে গীতিকবি এস এম হেদায়েত (১৯৮৮), সংগীতের কৃতীজন (২০১০)। বর্তমানে তিনি ব্যবসা ও লেখালেখির সঙ্গে যুক্ত।