লেখক পরিচিতি: সুস্মিতা বিশ্বাস সাথী “স্বপ্নে তার সাথে হয় দেখা” "দিন যায় আমার প্রেম যায় বেড়ে ", "বলছি তোমাকে" , "নিশি কাব্য ", "একজনে আছে এই দুনিয়ায়" , "প্রাণ বন্ধুয়া, তিমির বিদারী প্রেম………হাবিবের এমন অসংখ্য শ্রোতাপ্রিয় গানের গীতিকার সুস্মিতা বিশ্বাস সাথী। মাত্র ১৬ বছর বয়সে এত চমৎকার সব লিরিক্স লিখে ফেলা নি;সন্দেহে চমকপ্রদ। শুধু হাবিব নয় হৃদয় খান, ন্যান্সি, আবিদ শাহরিয়ার, নওমি, নাগিব হক, তাহসান সহ আরো অনেক জনপ্রিয় সিঙ্গারের জন্য গান লিখেছেন সুস্মিতা।
খুলনার মেয়ে সুস্মিতা বিশ্বাস সাথী স্থাপত্তে পঞ্চম বর্ষেপড়াশোনা করছেন আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ২০০৬ সালে হাবিবের “শোনো” এলবামে লিরিসিস্ট হিসেবে আত্নপ্রকাশ করেন।এলবামে সুস্মিতার লিখা “স্বপ্নে তার সাথে হয় দেখা” দারুন শ্রোতাপ্রিয়তা পায়।একই বছর “ঝালমূড়ি” এলবামে ন্যান্সির গাওয়া গানটিরও গীতিকার তিনি। তবে ২০০৭ সালে হাবিবের দ্বিতীয় সলো এলবাম “বলছি তোমাকে”র সবগুলো গানের লিরিক্স লিখে চমকে দেন সবাইকে। যথারীতি সবগুলো গানই জনপ্রিয় হয়।
তবে সুস্মিতা এখানেই থেমে থাকেন নি! হৃদয় খানের “বলনা “ এলবামের “Can u hear my scream”, অকাল প্রয়াত আবিদ শাহরিয়ারে্র সলো এলবামে “জিজ্ঞাসা”শিরোনামের একটি গান, জাস্ট ওয়াহিদ এলবামে হাবিবের গাওয়া “তিমির বিদারী প্রেম”, অনলাইন মিক্সড নামে একটি এলবামের সবগুলো লিরিক্স, হাবিবের তৃতীয় সলো এলবামের “চোখে চোখে”, সাজিদ সরকার ফিচারিং শিহরণ এলবামে ন্যান্সির গাওয়া “এভাবে স্বভাবে” ন্যান্সির সলো এলবামের “পাশে তুমি নেই” (রঙ), চোরাবালি মুভিতে মিলন মাহমুদের গাওয়া “মা” গান সহ বেশ কিছু জনপ্রিয় গানের গীতিকার সুস্মিতা বিশ্বাস সাথী।
এছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী ও সংগীত পরিচালক নাগিব হকের প্রথম বাংলা গানের এলবাম ‘অঙ্কটা ভুল’ প্রকাশিত হবে খুব শীঘ্রই । এলবামের সবগুলো গানের কথা লিখেছেন সুস্মিতা বিশ্বাস সাথী।নাগিব হক এর সাথে গড়ে তুলেছেন নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান জাদুঘর।এই বছর মুক্তি পেতে যাওয়া মৃত্যুপুরী চলচ্চিত্রের সবগুলো গান ও তার ই লেখা।
ভালোবাসা দিবস উপলক্ষে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান নতুন একটি সিঙ্গেল বের করেছেন। গানের শিরোনাম ‘এসোনা’। সুস্মিতা বিশ্বাস সাথীর লেখা এ গানটির কম্পোজিশন করেছেন নাগিব হক। যাদুঘরের প্রযোজনায় এ গানটি অনলাইনে প্রকাশ হয়েছে। গানটি সিনেমাটিক, রক ও ফিউশন ধাঁচের।
প্রথম কবিতা লিখেছেন মাত্র ৫ বছর বয়সে, প্রথম গল্প ৬ বছরে,আর প্রথম গান লিখেছেন যখন তার বয়স ১০ বছর।স্কুল জীবন থেকেই বিভিন্ন পত্র পত্রিকা ও জাতীয় দৈনিকে তার লেখা ও আঁকা প্রকাশিত হয়।তার লেখা প্রথম ছাপা হয় ভারতের জনপ্রিয় শিশু ম্যাগাজিন ‘সূর্য সেনা’ তে।তারপর কয়েক বছর সূর্য সেনায় লিখেছেন। একই সাথে চিত্রাঙ্কন ও গানের প্রতিযোগিতায় আসতে থাকে অনেক অনেক পুরস্কার। বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রতিযোগিতা গুলো তে একাধিকবার প্রথম হয়েছেন। নৌবিহার এ জাতীয় সংবর্ধনায় সারা দেশের শীর্ষ ২৫ মেধাবীর একজন নির্বাচিত হন (২০০৭)।সেরা ১০০ কবির কবিতা নিয়ে বের হওয়া দুটি বই ‘’একশ স্বপ্নের পঙক্তিমালা ‘’২০০৬ ও প্রেমের পদাবলি (২০০৭) এ তার লেখা প্রকাশিত হয়।
সব মিলিয়ে একজন জনপ্রিয় লিরিসিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সুস্মিতা বিশ্বাস সাথী। প্যারামেট্রিক আর্কিটেকচার এর সাথে সাথে তাদের প্রযোজনা প্রতিষ্ঠান যাদুঘর কে অনেক দূর এগিয়ে নিতে চান তিনি।