“নারীর ভূষণ" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ পােশাকেই মানুষের পরিচয়। পােশাকের মাধ্যমেই দৃশ্যমান হয় মানুষ ও পশুর মাঝে ব্যবধান। শুধু তাই নয়, মানব সমাজে পােশাক এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে, এর অশালীন ব্যবহার যেমন একটি সুস্থ সমাজকে নগ্নতা ও অশ্লীলতার সয়লাবে খড়-কুটোর ন্যায় ভাসিয়ে দিতে পারে, তেমনি মার্জিত পরিশীলিত পােশাকও সমাজের ভারসাম্য রক্ষায় একটি শক্তিশালী দুর্গের ভূমিকা পালন করতে পারে। কিন্তু আজ আমরা পােশাকের ব্যাপারে এতই বেপরােয়া ও উদাসীন যে, আল্লাহ তায়ালা পােশককে কেন নাযিল করেছেন, তাও আমরা ভেবে দেখছি; বরং ইচ্ছেমত যখন যা খুশি তাই পরে নিচ্ছি। ইচ্ছায়, অনিচ্ছায় কিংবা কারাে অনুকরণের জন্যে। অথচ এটা কখনােই আল্লাহ তাআলার ইচ্ছে নয়। আল্লাহ তাআলা বলেন : “আমি পােশাককে নাযিল করেছি তােমাদের সাজসজ্জা ও সতর ঢাকার জন্য”। তিনি আরাে বলেন : “তােমরা জাহেলি যুগের নারীদের ন্যায় নিজেদের সাজ-সজ্জা প্রদর্শন করাে না”। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, আমরা অনেকেই জানি না যে, সব পােশাকই পােশাক নয়! সব পােশাক দিয়েই সাজ-সজ্জা আর সতর ঢাকা হয় না। এমন কী নারী পুরুষের সতরের ব্যবধানটুকুও আমরা জানি না। আর এই উদাসীনতা থেকেই আমরা যখন যা খুশি তাই পরিধান করে ঘর থেকে বেরিয়ে পরছি। যার ফলে সমাজের সর্বত্র আজ ধংসাত্মক নগ্নতা ও অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। বেড়ে চলেছে অপহরণ, ধর্ষণ, ইভটিজিং আর এসিড নিক্ষেপের মত দুঃখজনক ঘটনাবলী। এভাবেই পৃথিবী ক্রমশঃ এগিয়ে চলছে এক ধ্বংসাত্মক পরিণতির দিকে।