"সাইমুম সিরিজ -৫৬ : আর্মেনিয়া সীমান্তে"বইটির শেষের ফ্লাপের কিছু কথা: ওআইসি ও রাবেতার যৌথ মেসেজ এল । কোন উপায় না দেখে তারা আহমদ মুসার কথা স্মরণ। করছে ।... আর্মেনিয়ার দিভিন উপত্যকায় দশ হাজার সদস্যের একটা মুসলিম জনপদ আজ বিপন্ন। এদের আসল পরিচয় হলাে এরা সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর প্রত্যক্ষ বংশধরদের সর্বশেষ শাখা ।... অদৃশ্য এক ষড়যন্ত্র এসে তাদের ঘিরে ধরেছে। তারা অব্যাহত গুম, খুন ও ভয়াবহ নির্যাতনের শিকার। তাদের শস্যক্ষেত অজ্ঞাত কারণে বিরান এবং তাদের প্রতিষ্ঠানগুলাে রহস্যময় অগ্নিকাণ্ডের শিকার হচ্ছে। এর তদন্ত ও প্রতিবিধান করতে গিয়ে আর্মেনিয়া সরকারের চার দক্ষ গােয়েন্দা, ইউনেস্কো, ওআইসি আর রাবেতার পাঁচ কর্মকর্তা নির্মমভাবে নিহত হলাে । তদন্ত ও প্রতিকার তৎপরতা বন্ধ হয়ে গেছে । অসহায় অরক্ষিত হয়ে পড়েছে দশ হাজার নারী পুরুষ শিশু। ধ্বংস হওয়াই কি তাদের ভাগ্য?... , আহমদ মুসা ছুটল এবার আর্মেনিয়া সীমান্তে ।... কিন্তু সেখানে পা দিয়েই টের পেল ষড়যন্ত্রটি জটিল, সর্বব্যাপি! ভয়াবহ রকমের হিংস্র এরা। এদের সামনে দাঁড়ানাে মানেই মৃত্যু! এমন। অমানুষ শত্রু বহু দিন আহমদ মুসার সামনে পড়েনি । পদে পদে ভয়ংকর সব বিপদ, চারদিকে জীবন-মৃত্যুর খেলা।... রহস্য-রােমাঞ্চে ভরা শ্বাসরুদ্ধকর এক কাহিনী নিয়ে এল এই সিরিজের ৫৬ নম্বর বই আর্মেনিয়া সীমান্তে।
দেশের অন্যতম জনপ্রিয় উপন্যাস সিরিজ ‘সাইমুম সিরিজ’ হলো লেখক আবুল আসাদ এর বই। এই একটি বাক্যই যথেষ্ট প্রখ্যাত সাংবাদিক, প্রাবন্ধিক, কলামিস্ট এবং সাহিত্যিক আবুল আসাদকে পরিচিত করিয়ে দেবার জন্য। গুণী এই লেখক ও সাংবাদিক ১৯৪২ সালের ৫ই আগস্ট রাজশাহী জেলার অন্তর্গত বাগমারা থানার নরসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা এ. কে. ছামছালুল হক ভারতের বেনারসের মাদ্রাসা থেকে শিক্ষা লাভকারী একজন আলেম ছিলেন। সে সূত্রে পারিবারিকভাবেই তিনি ইসলামিক শিক্ষা লাভ করেন। মেধাবী ছাত্র আবুল আসাদ মাধ্যমিক শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং অর্থনীতিতে এম.এ পাস করেন। ছাত্রজীবনেই সাংবাদিকতায় হাতেখড়ি হয় তার। রাজশাহীর একাধিক দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে ১৯৭০ সালে দৈনিক সংগ্রামে সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন তিনি। ১৯৮১ সালে তিনি সংগ্রামের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন, যে পদে তিনি আজও কর্মরত আছেন। আবুল আসাদ এর বই সমগ্র পাঠকদের কেবল আনন্দই দেয় না, বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতনও করে। বিশেষ করে সাইমুম সিরিজের প্রকাশিত ৬১টি বই কেবল থ্রিলারই নয়, এগুলো ইসলামিক ইতিহাস, ভূগোল আর সংস্কৃতির পাঠও। সাইমুম সিরিজ ছাড়াও আবুল আসাদ এর বই সমূহ এর মাঝে আছে ‘কাল পঁচিশের আগে ও পরে’, ‘আমরা সেই সে জাতি’ (৩ খণ্ড) ‘সময়ের সাক্ষী’ এবং প্রবন্ধ সংকলন ‘একুশ শতকের এজেন্ডা’। গুণী এ লেখক তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য একাধিকবার গ্রেফতার হয়েছেন।