"আল্লাহকে পেতে চাইলে..." বইটির সূচিপত্র: আল্লাহ কে? /১১ কোন রবের সঙ্গে নাফরমানি করছাে? /১২ জীবনের এক বিস্ময়কর রূপ /১৩ আল্লাহর সঙ্গে সন্ধি করে নাও /১৪ আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়াে /১৫ মায়াবী চেহারাগুলাে হবে পােকা-মাকড়ের আহার /১৬ দম্ভভরে চলাে না /১৯ কুরআনের একটি ভয়ানক আয়াত /২০ চেঙ্গিস খানের আক্ষেপ /২১ হযরত সাদ ইবনে মুআয (রাযি.) এর মৃত্যু পরবর্তী সম্মাননা /২২ হযরত সাআদ (রাযি.) এর জানাযা /২৪ সুন্দরী ললনার দিকে চোখ তুলেও তাকালেন না /২৫ তােমার কান্না দেখে ফেরেশতারাও কান্নায় ভেঙ্গে পড়েছে /২৬ কবরে এ সি /২৭ বাদশা ও ফকির একই স্থানে /২৮ দেখাে আমার বান্দার কাণ্ড! /২৮ বান্দার প্রতি আল্লাহর ভালােবাসা /২৯ জাহান্নাম থেকে আত্মরক্ষার প্রস্তুতি কি নিয়েছেন? /৩০ জাহান্নামের ফুটন্ত পানি /৩১ একটি শিক্ষণীয় ঘটনা /৩২ ফেরেশতাদের দৈহিক বিশালতা /৩৩ আল্লাহ অসীম দয়ালু /৩৩ বে-নামাযীই সবচেয়ে বড় অহঙ্কারী /৩৪ ভােগ করাে আযাব, দুনিয়ায় অনেক মউজ করেছিলে /৩৫ তওবা-ই মুক্তির একমাত্র উপায় /৩৮ পপ্ সিঙ্গার বিখ্যাত গায়ক জুনায়েদ জামশেদের তওবা /৩৮ জাহান্নামীকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে /৩৯ পাপের জন্য অনুতপ্ত হােন! /৩৯ করুণা ও অনুগ্রহের নমুনা /৪০ জাহান্নামের সাপ-বিচ্ছু /৪১
তারিক জামিল (যিনি মাওলানা তারিক জামিল নামে অধিক পরিচিত, জন্ম: ১ অক্টোবর ১৯৫৩) একজন প্রভাবশালী পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত, দায়ী এবং তাবলিগ জামাতের সদস্য। ইসলাম প্রচারক হিসেবে তার সাধারণ জীবনযাত্রা এবং পাশাপাশি উর্দু ও আরবিতে সাবলীল বক্তৃতা তাকে মুসলিম বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছে। মন্ত্রী, ব্যবসায়ী, অভিনেতা, খেলোয়াড় থেকে শুরু করে সকল স্তরের মানুষকে তিনি প্রভাবিত করতে সক্ষম হয়েছেন।[১] শিক্ষাজীবনে তিনি তাবলিগ জামাত দ্বারা অনুপ্রাণিত হয়ে ডাক্তারি পড়াশোনা ছেড়ে নিজেকে ইসলাম শিক্ষায় নিয়োজিত করেছিলেন। ধর্ম প্রচারের পাশাপাশি সমাজসেবা ও শিক্ষায় অবদানের অংশ হিসেবে তিনি মাওলানা তারিক জামিল ফাউন্ডেশন, জামিয়া আল হুসায়নিয়া মাদ্রাসা ও মিম একাডেমি প্রতিষ্ঠা করেছেন। ২০২১ সালে তিনি এমটিজে ব্র্যান্ড নামে একটি কাপড় ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। জনপ্রিয় বক্তা হিসেবে তিনি সবসময় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিম জরিপে শীর্ষ ৫০-এ অন্তর্ভুক্ত হন। তিনি দুইবার প্রাইড অব পারফরম্যান্স পুরস্কার জিতেছেন।