স বি ন য় নি বে দ ন বাংলা কথাসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহ্ (১৫ই আগস্ট ১৯২২-১০ই অক্টোবর ১৯৭১)। ২০১২ সালের ১৫ই আগস্ট ছিল তাঁর নব্বইতম জন্মবার্ষিকী। আমরা ২০১১ সালের প্রথম দিকে নব্বইতম জন্মবার্ষিকীকে সামনে রেখে ‘নান্দীপাঠ’-এর সৈয়দ ওয়ালীউল্লাহ্ সংখ্যা প্রকাশের সিদ্ধান্ত নিই। আমাদের উদ্দেশ্য ছিল সৈয়দ ওয়ালীউল্লাহ্র জন্মের নব্বই বছর পূর্তি ও মৃত্যুর চার দশকেরও অধিক সময় পরে তাঁর সম্পর্কে আমাদের এ সময়কার প্রবীণ ও নবীন সৃজনশীল ও মননশীল উত্তরসূরি লেখকদের মূল্যায়ন জেনে নেওয়া। সম্ভাব্য লেখক-তালিকা তৈরি করি। লেখকদের সঙ্গে বিষয়টি আলোচনা করি। আমাদের উদ্দেশ্যের কথা জানাই। অনেকেই উৎসাহ দেখিয়েছেন। কাজটির প্রয়োজনীয়তার কথা বলেছেন। স্বতঃস্ফূর্ত সহযোগিতার হাত বাড়িয়েছেন অনেকেই। আবার ব্যস্ততার কথা জানিয়ে কেউ কেউ তাঁদের পুরোনো লেখাটি ছেপে দেওয়ার পরামর্শ দিয়েছেন। প্রায় তিন বছরের চেষ্টায় নান্দীপাঠে’র সৈয়দ ওয়ালীউল্লাহ্ সংখ্যাটি প্রকাশ করা সম্ভব হলো। এতে ৪৪জন লেখকের ৪৬টি রচনা মুদ্রিত হয়েছে। উপন্যাস নিয়ে লিখেছেন ২৮জন, ছোটগল্প নিয়ে ৯জন ও নাটক নিয়ে লিখেছেন ৯ জন। প্রকাশিত রচনাসমূহ নিয়ে আমরা কোনো মূল্যায়নে যেতে চাই না। সে দায়িত্ব আমরা বর্তমান সময়ের পাঠক ও ভবিষ্যতের কাছে ছেড়ে দেওয়াকেই শ্রেয়তর বলে মনে করি। যাঁরা লেখা দিয়ে পরামর্শ দিয়ে ও আর্থিক সহায়তা দিয়ে আমাদের প্রয়াসের সঙ্গে যুক্ত হয়েছেন তাঁদের সবাইকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।
সৈয়দ ওয়ালীউল্লাহ্ সংখ্যা : এক উপন্যাস [০১-১৪৬] * পবিত্র সরকার।। উপন্যাসের ভাষাশিল্প : সৈয়দ ওয়ালীউল্লাহ্ ১ * সনৎকুমার সাহা ।। সৈয়দ ওয়ালীউল্লাহ্ : ইতস্তত ভাবনা ১০ * সৈয়দ আবুল মকসুদ।। সৈয়দ ওয়ালীউল্লাহ্ : গ্রামজীবনভিত্তিক উপন্যাসের নব্য আধুনিকতার রূপকার ২৪ * গালিব আহসান খান ॥ লালসালু ও চাঁদের অমাবস্যা : ওয়ালীউল্লাহ্র উপন্যাসে প্রতিফলিত দর্শনচিন্তা ৩১ * শান্তনু কায়সার ।। সৈয়দ ওয়ালীউল্লাহ্র ত্রয়ী ৪৭ * রফিক কায়সার।। সৈয়দ ওয়ালীউল্লাহ্ : ঔপন্যাসিকের দায়ভার ৭৫ * ভীষ্মদেব চৌধুরী ।। সৈয়দ ওয়ালীউল্লাহ্র উপন্যাস : একটি রাজনৈতিক অনুসন্ধানের ভূমিকা ৮৩ * মহীবুল আজিজ ।। সৈয়দ ওয়ালীউল্লাহ্ : বাংলাদেশের কথাসাহিত্যের প্রথম দার্শনিক ৯০ * সাজ্জাদ শরিফ।। অনাবিষ্কৃত ওয়ালীউল্লাহ্ ৯৮ * জাকির তালুকদার।। সৈয়দ ওয়ালীউল্লাহ্ ও কয়েকটি ‘যদি’ ‘কিন্তু’ ১০৫ * ইমতিয়ার শামীম।। টুপিঅধ্যুষিত জনপদের কথন ও কথাকার ১১৫ * মোস্তাক আহমাদ দীন।। ঔপন্যাসিক ওয়ালীউল্লাহ্ ও তাঁর উচ্চাকাক্সক্ষা ১৩১
লালসালু [১৪৭-১৭৭] * হাসান আজিজুল হক।। নিজের মতো পাঠ : লালসালু ১৪৭ * হাবিব রহমান।। লালসালুর সমাজ : সমকালে ও একালে ১৫৩ * মাসুদুল হক।। লালসালু : অস্তিত্ববাদ ও মজিদ চরিত্র প্রসঙ্গ ১৬৯
সাজজাদ আরেফিন ১৯৬৫ সালের ২৪সে ডিসেম্বর কিশােরগঞ্জ জেলার ভৈরববাজারের নবীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭৭ সাল থেকে লেখালেখির সঙ্গে যুক্ত। কাব্যগ্রন্থ, গবেষণা, ও সম্পাদনাসহ প্রকাশিত বইয়ের সংখ্যা ৫০টি। কবিতার বই : ছায়া-অনুক্ষণ (১৯৮৪), রাতের দেয়াল সরিয়ে (২০০৪), নিহত হওয়ার অপেক্ষায় জেগে থাকি (২০০৬), বাতাসের পা ছুয়ে বলি (২০১০) পানশালার রঙিন গ্লাস (২০১০), আনন্দের ঘরবাড়ি (২০১৩) ও ডানাকাটা কথা (২০১৭)। কবিতার পাশাপাশি তার প্রিয় বিচরণক্ষেত্র গবেষণা ও সম্পাদনা। এখানেও বিরলপ্রজ তিনি; তবে যে কাজই করেছেন, তার প্রতিটিই তাৎপর্যপূর্ণ ও সারবান। ছােটকাগজ তার ভালােবাসার আরেক ভুবন। তাঁর সম্পাদিত ছােটকাগজ ‘নান্দীপাঠ। এযাবৎ প্রকাশিত এর প্রতিটি সংখ্যাই পরিশ্রমে ঋদ্ধ, উৎকর্ষে অনন্য। জীবিকাসূত্রে আমাদের মননচর্চার প্রতীকপ্রতিষ্ঠানে কর্মরত তিনি। তার আয়ত্তভূক্ত যে কোনাে সহায়তার জন্য তিনি অবারিতদ্বার।