প্রসঙ্গ কথা এ সুন্দর বসুন্ধরায় যখন মানব জাতির আবির্ভাব ঘটে, তখন থেকে যুগের আবর্তন-বিবর্তনের সঙ্গে সঙ্গে মানবজাতির মধ্যে বিভিন্ন পথভ্রষ্টতার প্রাদুর্ভাব ঘটে। এমনকি তারা তাওহিদের পরিবর্তে শিরক তথা বিভিন্ন দেবদেবীর পূজা করতে শুরু করে। তাদের সংশােধনের জন্য আলাহ। তাআলা যুগে যুগে অসংখ্যা নবী-রাসূল প্রেরণ করেছেন। এ মহামনীষীগণ পথহারা মানুষকে আলাহ তাআলার সঠিক পথে পরিচালনা করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। দীনের দুশমনেরা তাদের প্রতি সীমাহীন নির্যাতন চালিয়েছে। কোনাে নবীকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে, কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। কিন্তু তাদের এ দৃঢ়তার মধ্যে কোনাে দুর্বলতা দেখা দেয় নি। দীনের প্রচার-প্রসারের জন্য তাঁরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মেহনত চালিয়েছেন। হযরত মূসা আ. পবিত্র কোরআন-হাদিস ও নিক্সযােগ্য ঐতিহাসিকদের আলােচনা থেকে সংকলিত নবী-রাসূলগণের জীবনীতিহাস। যা আলকাউসার প্রকাশনীর সুন্দর অনুবাদ, সংকলন, সংগ্রহ, অভিজাত মুদ্রণ ও প্রকাশনার ধারাবাহিকতা রক্ষায় এক নব দিগন্তের উন্মােচন। এ গ্রন্থটি প্রসিদ্ধ মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস ও ঐতিহাসিক আলামা ইবনে কাসীর কুরাইশী রহ. এর প্রসিদ্ধ গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া', মাওলানা হিফজুর রহমান রহ. রচিত ‘কাছাছুল কুরআন', মুফতি মুহাম্মদ শফী রহ. রচিত ‘সীরাতে খাতামুল আম্বিয়া'-সহ অন্যান্য তথ্যনির্ভর কিতাব থেকে সংকলন করা হয়েছে। গ্রন্থটি সংকলন করেছেন মাওলানা সাদ আবদুলাহ মামুন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ সােহরাব হােসেনসহ অনেকে। কম্পােজে সহযােগিতা করেছেন মাওলানা শাহজালাল ও মুহাম্মদ যিকরুলাহ। অঙ্গসজ্জা মাওলানা মুহাম্মদ ইয়াসিন। প্রুফ রিডিং ও সম্পাদনা করেছেন হাফেয মাওলানা আইয়ুবুর রহমান ও মাওলানা ছায়াদুলাহ শিকদার।