"হযরত ইমাম মাহদী (আ)’র আবির্ভাবের নিদর্শন" বইটির পুস্তক পরিচিতি থেকে নেয়াঃ আমাদের নবী হযরত মুহাম্মদ (স) হযরত ইমাম মাহদী (আ)'র সম্পর্কে সুসংবাদ দিয়েছেন, যিনি আখেরী জমানায় আবির্ভূত হবেন। এই মহান ব্যক্তি মুসলিম উম্মাহকে নিষ্ঠুরতা ও নির্যাতন থেকে রক্ষা করবেন। তিনি দুর্নীতি রােধ করে এমন এক সমাজ গঠন করবেন যেখানে শান্তি, ন্যায়বিচার, সুখ-সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ বিরাজ করবে। বিশ্বস্ত ও নির্ভরযােগ্য হাদীসের মাধ্যমে জানা যায় যে, তিনি ইসলাম ধর্মের কুসংস্কার ও বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি দূর করবেন এবং এই ধর্মকে তার মূলধারায় ফিরিয়ে আনবেন। ইমাম মাহদী (আ)'র সাথে হযরত ঈসা (আ)'র সাক্ষাৎ হবে এবং আল্লাহর ইচ্ছায় তিনি ইসলাম ধর্মের সার্বিক নৈতিক মূল্যবােধ পুন:সংস্থাপন করবেন। পৃথিবীতে শান্তি, কল্যাণ ও পবিত্রতা বিরাজ করবে, যা ইসলাম ধর্মের মূল ভিত্তি। এই মহাসংবাদ সকল ঈমানদারদের উৎসাহ ও আবেগ বৃদ্ধি করবে। অনেক হাদীস ও নির্ভরযােগ্য পাণ্ডুলিপির মাধ্যমে প্রাপ্ত তথ্যে হযরত ইমাম মাহদী (আ) সম্পর্কিত সুসংবাদ ঈমানদারদের আনন্দ, উৎসাহের মাধ্যমে বিষয়টি আলােচিত হয়ে আসছে। আমাদের সময়কালে যেসব নিদর্শনাদি দেখা যাচ্ছে সেই অনুযায়ী ইমাম মাহদী (আ)'র আবির্ভাবের সময় আসন্ন। প্রকৃতপক্ষে বর্তমান বিশ্বে বিশৃঙ্খলা, দ্বন্দ্ব-সংঘাত, অত্যাচার, সংগ্রাম, যুদ্ধ, অশান্তি, দুর্ভিক্ষ, ঘন ঘন ভূমিকম্প – এ সবই এ মহাসংবাদের নিদর্শন বা আলামত হিসেবে বিবেচিত। এই পুস্তিকাটি দুই ভাগে বিভক্ত : (১) হযরত ইমাম মাহদী (আ)'র আবির্ভাবের নিদর্শন এবং (২) ইমাম মাহদী (আ)’র অবয়ব তথা চেহারা মােবারক ও পরিচয়। এই পুস্তিকায় হযরত ইমাম মাহদী (আ)'র সম্পর্কে বর্ণিত নতুন তত্ত্ব ও তথ্যাদি সন্দেহাতীতভাবে মুসলমানদের উজ্জীবিত করবে।
Adnan Oktar (born 2 February 1956), also known as Harun Yahya, is a Turkish religious cult leader as well as an Islamic creationist. In 2007, he sent thousands of unsolicited copies of his book, The Atlas of Creation, which advocates Islamic creationism, to American scientists, members of Congress, and science museums. Oktar runs two organizations of which he is also the Honorary President: Bilim Araştırma Vakfı (BAV, literally, "Science Research Foundation", established 1990), which promotes creationism and Milli Değerleri Koruma Vakfı (literally, "National Values Preservation Foundation", established 1995) which works domestically on a variety of moral issues. In more recent years, Adnan Oktar has performed televangelism on his TV channel, A9 TV, which featured 'kittens', his female devotees. His organization is commonly referred to as a cult, and he has been described by VICE magazine as the "most notorious cult leader in Turkey."[8] Oktar filed more than 5000 lawsuits against individuals for defamation from 2005 to 2015, which led to the blocking of a number of prominent websites in Turkey.