'বিদ্রোহী': মনুষ্যত্বের জয় ঘোষণা কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, বাংলা ভাষার গর্ব। তিনি বীর, বিদ্রোহী, বিপ্লবী-সত্য ও সুন্দরের ঋত্বিক। নজরুলের সময় দেশ ও দেশের মানুষ ছিল পরাধীন। নজরুল পরাধীন দেশের মানুষকে শেকল ছেঁড়ার গান শুনিয়েছিলেন। তাঁর বিদ্রোহ শুধু স্বাধীনতার আকাঙ্ক্ষার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি বিদ্রোহ করেছিলেন সামাজিক বৈষম্য, অন্যায়-অবিচার, জুলুম, ধর্মান্ধতা, সাম্প্রদায়িতা ও সব রকমের কুসংস্কারের বিরুদ্ধে। সর্বোপরি নারী-পুরুষের বিভেদ, ছোট-বড়র বিভেদ, ধনী- দরিদ্রের বিভেদ, ধর্ম-বর্ণের বিভেদ দূর করার জন্য তিনি আজীবন সোচ্চার ছিলেন। স্বদেশ ও বিশ্বের মানুষ পরাধীনতার নাগপাশ ছিন্ন করে মাথা উঁচু করে দাঁড়াবে, এটাই ছিল তাঁর স্বপ্ন। এই স্বপ্নের সফলতার জন্য 'বিদ্রোহী' রচনা করে তিনি হয়ে যান জাতীয় বীর, পরিচিতি লাভ করেন 'বিদ্রোহী' কবি হিসেবে। 'বিদ্রোহী' কবিতাটিতে ফুটে উঠেছিল তরুণ-যুবকদের স্বপ্ন, তাদের মুক্তির আকাঙ্ক্ষা। তাই তৎকালীন মুক্তিকামী বিপ্লবী তরুণ-যুবকদের কাছে নজরুল ছিলেন আদর্শ। 'বিদ্রোহী' কবিতার কোনো কোনো পঙ্ক্তি তখন তরুণদের মুখে মুখে উচ্চারিত হতো। 'বিদ্রোহী' আজো তরুণ- যুবকদের আপন শক্তিতে বলীয়ান হয়ে অসাধ্য সাধনের মন্ত্র।
জহিরুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এম. এ. পরীক্ষায় ১ম শ্রেণিতে ১ম স্থান অধিকার করেন। তাঁর জন্ম বরগুনা জেলায়। বাবা: মাে: আবু ছালেহ। পেশায় ছিলেন শিক্ষক, সমাজ-সংস্কারক ও দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা । মা: মােসাম্মৎ হামিদা বেগম, গৃহিনী ও শিক্ষানুরাগী । শ্রী: সাবিকুন নাহার কলি । তিনি এক পুত্র সন্তানের জনক। লেখাপড়া: কে চালিতাতলা প্রাথমিক বিদ্যালয়, চালিতলা কে বি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, বরগুনা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বরগুনা সরকারি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সাহিত্যের সব দিকেই তাঁর সাবলীল বিচরণ। বিভিন্ন কাগজে তিনি নিয়মিত লিখছেন। পেশা: শিক্ষকতা ও লেখা । প্রকাশিত গ্রন্থ: ছােটোগল্প: ২০০৬ কাপাকাপা সুখের খোজে; ২০০৭ দিকশুন্য বেরসিকের আর্তনাদ। প্রবন্ধ: ২০০৭ প্রথাবিরােধী বর্ণমালা; ২০১২ রবীন্দ্রহৃদয়ে বাংলাদেশ; ২০১৫ বিদ্রোহী ও নিষিদ্ধ নজরুল। কবিতা: ২০০৭ পায়রার জলে স্বপ্নের বাসর; ২০১১ আপন মনে শূন্যে উড়ি; ২০১২ গােলাপ আনিনি স্টেন নিয়ে এসেছি। উপন্যাস: ২০০৮ দানবের সঙ্গে দিনরাত; ২০১১ রােমান্টিক কুকুর । ২০০৮ পায়রা শিল্প সাহিত্য সংস্কৃতি-বিষয়ক পত্রিকার তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক। তাছাড়া, তিনি একজন অপেশাদার চিত্রশিল্পী । সাহিত্যচর্চার পাশাপাশি চিত্রকলা চর্চায়ও দীর্ঘদিন তিনি তাঁর আগ্রহ ও সাধনা অব্যাহত রেখেছেন।