পরম করুণাময় আল্লাহ পাকের মহান দরবারে অগণিত শােকর, অনেক সীমাবদ্ধতার মধ্যেও তিনি হযরত মওলানা মােহাম্মদ আমিনুল ইসলাম (রহ.)এর লিখিত প্রবন্ধগুলাের একটি সংকলন ক্ষুদ্রাকারে হলেও প্রকাশ করার তওফিক দান করেছেন। অগণিত দরুদ ও সালাম হযরত রসূলে করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের প্রতি, যার নেক নজরের বরকতে আমাদের প্রতি আল্লাহ পাকের নেয়ামত ও রহমত মুষলধারে বৃষ্টির মতাে নাযিল হয়ে থাকে। ইসলাম স্বভাবধর্ম। মানব জীবনের সার্বিক কল্যাণ সাধনই ইসলামী বিধান সমূহের লক্ষ্য। এজন্যে ইসলাম নিতান্ত স্বাভাবিকভাবে মানব জীবনে এক কল্যাণধর্মী ইনকিলাব বা বিপ্লব আনয়ন করে। তাই সর্বপ্রথম ইসলাম মানুষের চিন্তা-চেতনার পবিত্রতায় উদ্বুদ্ধ করে। কেননা, যে পর্যন্ত মানুষের মনােজগতে পরিবর্তন না আনবে, যে পর্যন্ত মানুষের চিন্তাধারায় বিপ্লব না আনবে সে পর্যন্ত মানুষ সরল-সঠিক পথের যাত্রী হতে পারবে না।এ প্রেক্ষিতে আলােচ্য হযরত মওলানা মােহাম্মদ আমিনুল ইসলাম (রহ.)- এর প্রবন্ধ সংকলন গ্রন্থখানি নিঃসন্দেহে মানুষের চিন্তা-জগতের দৈন্য দূর করবে, অন্তর্জগতে শুদ্ধতার পরশ বুলাবে এবং শেষ ফলাফল হিসেবে সে হবে সরল-সঠিক পথের যাত্রী ইনশাআল্লাহ।