‘‘আল্লাহর পথে দাওয়াত’’বই এর ভূমিকা: বিসমিল্লাহির রাহমানির রাহীম। আল-হামদু লিল্লাহ। ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। ওয়া আলা আলিহী ওয়া আসহাবিহী আজমাঈন। আল্লাহর পথে আহ্বান করতেই নবী-রাসূলগণের (আ) আগমন। মুমিনের জীবনের অন্যতম দায়িত্ব এই দা'ওয়াত। কুরআন কারীমে এ দায়িত্বকে কখনো দা'ওয়াত, কখনো সঙ্কার্যে আদেশ ও অসৎকার্যে নিষেধ, কখনো প্রচার, কখনো নসীহত ও কখনো দীন প্রতিষ্ঠা বলে অভিহিত করা হয়েছে।
করআন ও হাদীসের আলোকে এ কাজের গুরুত, এর বিধান, পুরস্কার, এ দায়িত্ব পালনে অবহেলার শাস্তি, এ কর্মে অংশগ্রহণের শর্তাবলী ও এর জন্য আবশ্যকীয় গুণাবলী আলোচনা করেছি এই পুস্তিকাটিতে। এ বিষয়ক কিছু ভুলভ্রান্তি, যেমন বিভিন্ন অজুহাতে এ দায়িত্বে অবহেলা, ফলাফলের ব্যস্ততা বা জাগতিক ফলাফল ভিত্তিক সফলতা বিচার, এ দায়িত্ব পালনে কঠোরতা ও উগ্রতা, আদেশ, নিষেধ বা দা'ওয়াত এবং বিচার ও শাস্তির মধ্যে পার্থক্য নির্ণয়, আদেশ, নিষেধ বা দা'ওয়াত এবং গীবত ও দোষ অনুসন্ধানের মধ্যে পার্থক্য ইত্যাদি বিষয় আলোচনা করেছি। সবশেষে এ ইবাদত পালনের ক্ষেত্রে সুন্নাতে নববী এবং এ বিষয়ক কিছু ভুলভ্রান্তির কথা আলোচনা করেছি। হাদীসের ক্ষেত্রে শুধুমাত্র সহীহ বা নির্ভরযোগ্য হাদীসের উপর নির্ভর করার চেষ্টা করেছি। মুহাদ্দিসগণ অত্যন্ত সুক্ষ্ম ও বৈজ্ঞানিক নিরীক্ষার মাধ্যমে হাদীসের বিশুদ্ধতা ও দুর্বলতা নির্ধারণ করেছেন, যে নিরীক্ষা-পদ্ধতি বিশ্বের যে কোনো বিচারালয়ের সাক্ষ্য-প্রমাণের নিরীক্ষার চেয়েও বেশি সুক্ষ্ম ও চুলচেরা । এর ভিত্তিতে যে সকল হাদীস সহীহ বা হাসান অর্থাৎ গ্রহণযোগ্য বলে প্রমাণিত হয়েছে আমি আমার আলোচনায় শুধুমাত্র সে হাদীসগুলিই উল্লেখ করার চেষ্টা করেছি। অতি নগন্য এ প্রচেষ্টাটুকু যদি কোনো আগ্রহী মুমিনকে উপকৃত করে তবে তা আমরা বড় পাওয়া। কোনো সহৃদয় পাঠক দয়া করে পুস্তিকাটির বিষয়ে সমালোচনা, মতামত, সংশোধনী বা পরামর্শ প্রদান করলে তা লেখকের প্রতি তাঁর এহসান ও অনুগ্রহ বলে গণ্য হবে। মহান আল্লাহর দরবারে সকাতরে প্রার্থনা করি, তিনি দয়া করে এ নগন্য কর্মটুকু কবুল করে নিন এবং একে আমার, আমার পিতামাতা, স্ত্রী-সন্তান, আত্মীয়স্বজন ও পাঠকদের নাজাতের, ওসীলা বানিয়ে দিন। আমীন! সূচীপত্রঃ প্রথম পরিচ্ছেদ : পরিচিতি, গুরুত্ব ও বিষয়বস্তু /৭-১৭ ১. ১. পরিচিতি: দাওয়াহ, আমর, নাহই, তাবলীগ, নসীহত, ওয়ায /৭ ১. ২. কুরআন-হাদীসের আলোকে দাওয়াত-এর গুরুত্ব /৮ ১. ২. ১. নবী-রাসূলগণের মুল দায়িত্ব /৮ ১. ২. ২. উম্মতে মুহাম্মাদীর অন্যতম দায়িত্ব ও বৈশিষ্ট্য /৯ ১. ৩. ক্ষমতা বনাম দায়িত্ব ও ফরয আইন বনাম ফরয কিফায়া /১২ ১. ৪. আল্লাহর পথে দা‘ওয়াত-এর বিষয়বস্তু ১৪ দ্বিতীয় পরিচ্ছেদ : পুরস্কার ও শাস্তি /১৮-২৪ ২. ১. দাওয়াতের ফযীলত ও সাওয়াব /১৮ ২. ১. ১. সাধারণ সাওয়াব ও বিশেষ সাওয়াব /১৮ ২. ১. ২. সফলতা ও সর্বোচ্চ পুরস্কার /১৮ ২. ১. ৩. অগণিত মানুষের সমপরিমাণ সাওয়াব./১৯ ২. ১. ৪. আযাব-গযব থেকে রক্ষা /১৯ ২. ২. দাওয়াতে অবহেলার শান্তি /২০ ২. ২.১. সাধারণ শাস্তি বনাম বিশেষ শাস্তি /২০ ২. ২. ২. দুনিয়াবী গযব /২১ ২. ২. ৩. দোয়া কবুল না হওয়া /২২ ২. ৪. সামাজিক শাসি্ত, ঐক্য ও সম্প্রীতি নষ্ট হওয়া /২২ ২. ২. ৫. পাপ ও অভিশাপ অর্জন/২৩ তৃতীয় পরিচ্ছেদ : দা’ওয়াতের শর্ত ও দায়ীর গুণাবলী /২৫-৩৫ ৩. ১. ইলম বা জ্ঞান /২৫ ৩. ২. সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি ভালবাসা ও আন্তরিকতা /২৬ ৩. ৩. ব্যক্তিগত আমল /২৮ ৩. ৩. ১. ব্যক্তিগত আমলে ক্রটি সহ দা’ওয়াতের বিধান /২৯ ৩. ৪. বিনম্রতা ও বন্ধুভাপান্ন /২৯ ৩. ৫. উত্তম দিয়ে মন্দ প্রতিহত করা /৩১ ৩. ৬. সুন্দর ব্যবহার ও আচরণ /৩২ ৩. ৭. সবর বা ধৈর্য /৩৪ ৩. ৮. সালাত, তাসবীহ ও ইবাদত /৩৫ চতুর্থ পরিচ্ছেদ : দাওয়াতের ক্ষেত্রে ভুলভ্রান্তি /৩৬-৪৮ ৪. ১. বিভিন্ন অজুহাতে এ দায়িত্ব পালনে অবহেলা করা /৩৬ ৪. ২. কঠোরতা, উগ্রতা বা সীমালঙ্ঘন /৩৮ ৪. ৩. ফলাফল প্রাপ্তির ব্যস্ততা /৩৮ ৪. ৪. দাওয়াতের অজহাতে ব্যক্তিগত আমলে ক্রটি ৩৯ ৪. ৪. ১. ফরযে আইন বাদ দিয়ে ফরযে কিফায়া পালন করা /৩৯ ৪. ৪. ২ ওয়াজিব-সুন্নাত বর্জন করা বা হারাম-মাকরূহে লিপ্ত হওয়া /৪০ ৪. ৪. ৩. ব্যক্তিগত নফল-মুস্তাহাব ইবাদতে ক্রটি করা /৪০ ৪. ৫. দাওয়াত ও সংশোধন বনাম বিচার ও শাস্তি /৪১ ৪. ৬. আদেশ-নিষেধ বনাম গীবত-অনুসন্ধান /৪৩ ৪. ৬. ১. পাপীর গীবত /৪৫ ৪. ৬. ২. ‘দায়ী’র গীবত /৪৭ ৪. ৬. ৩. সংশোধন বনাম দোষ গোপন /৪৮ পঞ্চম পরিচ্ছেদ : সুন্নাতের আলোকে দাওয়াত ৪৯-৬৩ ৫. ১. ইবাদত পালনে সুন্নাতের গুরুত /৪৯ ৫. ১. ১. সুন্নাতের অর্থ ও পরিচয় /৪৯ ৫. ১. ২. সুন্নাতের বাইরে কোনো ইবাদত কবুল হবে না /৪৯ ৫. ১. ৩. দা'ওয়াতের কাজও সুন্নাত পদ্ধতিতে হতে হবে /৫০ ৫. ১. ৪. ইবাদত ও উপকরণের পার্থক্য /৫০ ৫. ২. দাওয়াতের মাসনুন পদ্ধতি ও উপকরণ /৫১ ৫. ২. ১. কুরআন মাজীদ /৫১ ৫. ২. ২. হিকমাহ ও হাদীস /৫১ ৫. ২. ৩. সুন্দর ওয়ায /৫১ ৫. ২. ৪. উৎকৃষ্টতর পদ্ধতিতে আলোচনা-বিতর্ক /৫২ ৫. ২. ৫. জিহাদ ও কিতাল /৫২ ৫. ২. ৬. নিজ আচরণের মাধ্যমে উত্তম আদর্শ স্থাপন /৫২ ৫. ২. ৭. উৎসাহ, পুরস্কার ও শাস্তি ৫৩ ৫. ৩. মাসনূন উপকরণের নিষিদ্ধ ব্যবহার /৫৩ ৫. ৩. ১. ওহী-বহির্ভুত কথাকে ওহীর নামে চালানো /৫৩ ৫. ৩. ১. ১. ওহীর নামে মিথ্যা বলা /৫৩ ৫. ৩. ১. ২. ব্যাখ্যাকে ওহীর সাথে সংযুক্ত করা /৫৭ ৫. ৩. ১. ৩. অনুবাদের ক্ষেত্রে সংযোজন বা বিয়োজন ৫৭ ৫. ৩. ১. ৪.দ্বীনের নামে অনুমান নির্ভর মতামত বা ফাতওয়া দেওয়া /৫৭ ৫. ৩. ২. গল্প নির্ভর ওয়ায /৫৮ ৫. ৩. ৩. ঝগড়া নির্ভর বিতর্ক /৫৮ ৫. ৩. ৪. হিকমাত -এর নামে অবৈধ কর্ম /৫৮ ৫. ৩. ৫. জিহাদ বা কিতালের নামে মারামারি বা হত্যা /৫৮ ৫. ৪. দাওয়াতের আধুনিক উপকরণ /৫৯ ৫. ৪. ১. মিডিয়া, মিছিল, হরতাল ইত্যাদি আধুনিক উপকরণ /৫৯ ৫. ৪. ২. আধুনিক উপকরণ ব্যবহারের শর্তাবলী /৫৯ ৫. ৪. ৩. হরতাল, ধর্মঘট, অবরোধ, কুশপুত্তলিকা /৬০ ৫. ৫. উপকরণ বনাম ‘ইবাদত : বিভিন্ন ভুলভ্রান্তি /৬১ শেষ কথা /৬৪
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলাম ধর্ম বিষয়ক ব্যক্তিত্ব, লেখক এবং গবেষক। তাঁর জন্ম ১৯৬১ সালের ১ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলার ধোপাঘাট গোবিন্দপুর গ্রামে। তিনি ঢাকা সরকারি আলিয়া মাদরাসা থেকে দাখিল পাশ করে আলিম, ফাজিল এবং আল হাদিস বিভাগ থেকে কামিল পাস করেন। উচ্চতর শিক্ষার জন্য তিনি সৌদি আরবের রিয়াদস্থ ইমাম মুহাম্মাদ বিন সাঊদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরপর দুবার সেরা ছাত্রের পুরষ্কার লাভ করেন। এরপর তিনি ঢাকার দারুস সালাম মাদ্রাসায় খণ্ডকালীন শায়খুল হাদিস, এবং পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। পিস টিভি, ইসলামিক টিভি, এটিএন বাংলাসহ বিভিন্ন চ্যানেলে ধর্মবিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করতেন ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর। সর্বদা মানুষকে ইসলামমুখী করার ব্যাপারেই তিনি সচেষ্ট ছিলেন। ২০১৬ সালের ১১ মে মাগুরায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন দেশবরেণ্য এই ইসলামী ব্যক্তিত্ব। ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এর বইগুলো সবই ইসলাম ধর্ম বিষয়ক। তিনি ছোট-বড় মিলিয়ে প্রায় ত্রিশের অধিক বই রচনা করেছেন। এর মধ্যে কিছু অনুবাদ, কিছু ব্যখ্যা ও গবেষণামূলক। ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এর বই সমূহ এর মাঝে এহইয়াউস সুনান, কুর’আন-সুন্নাহর আলোকে ইসলামী আকীদা, রাহে বেলায়াত, ইসলামের নামে জঙ্গিবাদ, খুতবাতুল ইসলাম, A Woman From Desert, Guidance For Fasting Muslims, A Summary of Three Fundamentals of Islam প্রভৃতি উল্লেখযোগ্য। তিনি আরবী ভাষাতেও বই রচনা করেছেন। ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এর বই সমগ্র মানুষকে ইসলামমুখী করতে, ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ করে দিয়েছে। তবে তিনি কেবল বইয়ের গণ্ডির মাঝেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। এর পাশাপাশি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, ধর্মপ্রচার এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও নিজেকে সক্রিয়ভাবে যুক্ত রাখতেন তিনি।