"নামায কেন কবুল হয় না "বইটির ভূমিকা: আলহামদুলিল্লাহ! সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বল আলামীনের। অসংখ্য দরূদ বিশ্ব মানবতার মুক্তিদূত, মহান শিক্ষক হযরত মুহাম্মদ (স.) ও তাঁর বংশধরদের প্রতি এবং হাজারাে সালাম সেসব বীর মুজাহিদদের প্রতি, যারা যুগে যুগে আল্লাহর যমীনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহর অশেষ মেহেরবানী “নামায কেন কবুল হয় না” পুস্তিকাটি নামায সম্পর্কে জানতে আগ্রহী মুসলমান ভাই-বােনদের হাতে তুলে দিতে পারছি। নামায হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ। রাসূলুল্লাহ (স.) বলেন, “তােমরা আমাকে যেভাবে নামায পড়তে দেখ, সে ভাবেই নামায আদায় কর”। হযরত ওমর (রা.) বলেন, “যার নামায ঠিক তার সবই ঠিক” । নামায সম্পর্কে আল্লাহ বলেন, “নিশ্চয়ই নামায অশ্লীল ও মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে”। ইমাম ইবনে জারীর (র.) বলেন, রাসূলুল্লাহ (স.) বলেছেন, “যে ব্যক্তি নামায পড়ে, অথচ তার নামায তাকে অশ্লীল ও নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখতে পারে না, সেই নামায দ্বারা সে আল্লাহর কাছ থেকে দূরত্ব ও অভিশাপ ছাড়া কিছুই অর্জন করতে পারে না”। কিন্তু আজ আমাদের মাঝে একজন নামাযী নামাযও পড়ছে অন্যদিকে অশ্লীল কাজেও জড়িত হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারি তার নামায যথাযথভাবে আদায় হচ্ছে না। আর না হওয়ার কারণ হল, বাহ্যিক পবিত্রতার সাথে সাথে অভ্যন্তরীণ পবিত্রতাও দরকার। এ পুক্তিকায় আমরা অভ্যন্তরীণ পবিত্রতার কথাই মূলতঃ আলােচনা করেছি। যারা অভ্যন্তরীণ পবিত্রতার সাথে নামায আদায় করতে চান তাদের কিছুটা হলেও উপকার যদি আমার এ পুস্তিকায় হয় তাহলে আমি আমার শ্রম সার্থক মনে করব। সবশেষে, যে সকল মনীষী এবং বিজ্ঞজনের উদার সহযােগিতায় এ পুস্তিকাটি রচনা এবং প্রকাশের কাজটি আমাদের জন্যে সহজ হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আরজ করছি, যথেষ্ট সাবধানতা সত্ত্বেও যদি কোথাও কোন ভুলত্রুটি হয়ে থাকে, তা আমাদের কাছে পৌছালে বাধিত হব। আল্লাহ তাঁর দ্বীনের পথে আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। আমীন!