"প্লেয়িং ইট মাই ওয়ে" বইটির সম্পর্কে কিছু কথা: ব্যক্তিগতভাবে আমার মনে হয়, একটা আত্মজীবনী লেখকের জীবনের সব ঘটনা তুলে ধরবে এমনটা আশা করা বৃথা। কোন না কোন কারণে বেশ কিছু ঘটনা বাদ পড়ে যাবেই। সবকিছু উঠে আসাটা এককথায় অসম্ভব। আমার এই আত্মজীবনীও তার ব্যতিক্রম নয়। তবে আমি যতবেশি সম্ভব তথ্য দেয়ার চেষ্টা করেছি তার পরেও অসংখ্য গুরুত্বপূর্ণ ব্যাপার বাদ গিয়ে থাকতে পারে। সেটাই স্বাভাবিক। এই বইয়ের অনেক তথ্যই ক্রিকেট ফ্যানরা অলরেডি জানেন, তবে এমন ঘটনাও অনেক আছে যেগুলাে এর আগে কখনও জনসম্মুখে বলিনি, বা বলা হয়নি। আশা করছি এসবের সবগুলােই পাঠকদের ভালাে লাগবে। "প্লেয়িং ইট মাই ওয়ে" বইটির সম্পর্কে কিছু কথা: ব্যক্তিগতভাবে আমার মনে হয়, একটা আত্মজীবনী লেখকের জীবনের সব ঘটনা তুলে ধরবে এমনটা আশা করা বৃথা। কোন না কোন কারণে বেশ কিছু ঘটনা বাদ পড়ে যাবেই। সবকিছু উঠে আসাটা এককথায় অসম্ভব। আমার এই আত্মজীবনীও তার ব্যতিক্রম নয়। তবে আমি যতবেশি সম্ভব তথ্য দেয়ার চেষ্টা করেছি তার পরেও অসংখ্য গুরুত্বপূর্ণ ব্যাপার বাদ গিয়ে থাকতে পারে। সেটাই স্বাভাবিক। এই বইয়ের অনেক তথ্যই ক্রিকেট ফ্যানরা অলরেডি জানেন, তবে এমন ঘটনাও অনেক আছে যেগুলাে এর আগে কখনও জনসম্মুখে বলিনি, বা বলা হয়নি। আশা করছি এসবের সবগুলােই পাঠকদের ভালাে লাগবে।