বইটি সম্পর্কে কিছু কথা দুষ্টুদের আমরা খুব পছন্দ করি। কারণ দুষ্টুমি থেকে অর্জন হয় অনেক অভিজ্ঞতা, যা হয়তো অনেকের কাছেই অজানা থেকে যায়। আনাড়িও তেমনই প্রাণবন্ত, মজার দুষ্টু এক টুকুন, যে বাস করে আমাদের স্বপ্নে ফুলনগরীতে। ১৯১৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের শিশুসাহিত্য আমাদের উপহার দিয়েছে আনাড়ির মতোই অনেক স্বপ্ন। ‘রাদুগা’ প্রকাশনের আনাড়ি সিরিজ মূলতঃ ৩০ পর্বের হলেও, বাংলায় তা প্রকাশ হয় ১৭ পর্ব পর্যন্ত। একটি প্রজন্মের কাছে নিকোলাই নোসভের এই সিরিজ ছিলো তুমুল জনপ্রিয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার বাকি ১৩ পর্ব আর কখনোই বাংলায় প্রকাশিত হয়নি। সেই প্রজন্মের অনেকেই অতৃপ্তি নিয়ে এতো বছর কাটিয়েছেন। স্বপ্ন দেখছেন নিজের পরবর্তী প্রজন্মকেও যদি পারতেন ফুলনগরীতে ঘুরতে নিয়ে যেতে । আমাদের এই উদ্যোগ বনফুলের ‘পাঠকের মৃত্যু’ গল্পের পাঠকের মতো হয় কিনা , অনেকেই হয়তো সেই দুশ্চিন্তাও করতে পারেন। তবু সব হাতাশার মধ্যেও স্বপ্ন গড়ার লড়াই চিরকালই মানুষ করে এসেছে, আমরাও করে যাবো। এসব কথা মাথায় রেখেই রং পেনসিল আনাড়ির ১৭ পর্ব পুনঃপ্রকাশ এবং অপ্রকাশিত ১৩ পর্ব অনুবাদ করে প্রকাশ করার উদ্যোগ নিয়েছে। সিরিজটি প্রকাশের অনুমতি দেয়ায় বাংলাদেশের রুশ দূতাবাস এবং রাষ্ট্রদূত আলেক্সান্দার এ নিকোলায়েভকে কৃতজ্ঞা। আমরা জানি বাংলাদেশেও এমন অনেক আনাড়ি আছে। সবার সহযোগিতা পেলে আমরাও জন্ম দিয়ে যাবো একের পর এক স্বপ্নের আনাড়ির।