প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
শুভ্র সুমন
শুভ্র সুমন নব্বই দশকের এক কিশোর। তার প্রথম কাব্যগ্রন্থ “অন্তরীণ পৃথিবী অন্তহীন শুন্যতা”। তিনি সেইসব কিশোরদের দলে যারা তিরানব্বইয়ে পাড়ার দেওয়াল রাঙিয়েছিল বাকের ভাইয়ের মুক্তির জন্য। প্রকৃত নাম সুমন বিশ্বাস, স্থপতি ও লেখক। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে স্থাপত্যে স্নাতক সম্পন্ন করে ঢাকাতে এসে যুক্ত হন স্থাপত্য পেশায়। বিশ্ববিদ্যালয় জীবনে ক্যাম্পাসের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি যুক্ত ছিলেন শিল্প ও সাহিত্য অঙ্গনে। তারই ধারাবাহিকতায় ঢাকাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত থেকেছেন চলচ্চিত্র, আলোকচিত্র ও স্থাপত্যের নানা কর্মকান্ডে। স্থাপত্যে বৃক্ষের ভূমিকা অনুধাবনে অধ্যাপক দ্বিজেন শর্মার সান্নিধ্যে দীর্ঘ সময় কাটিয়েছেন বৃক্ষ চিনতে এবং জানতে। বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে তার কবিতা ও স্থাপত্য বিষয়ক লেখালেখি দেশের দৈনিক পত্রিকাগুলিতে। ২০২১ সালে “স্মার্ট সিটি” বিষয়ক স্নাতকত্তোর কোর্সের জন্য কোরিয়ান সরকারের বৃত্তিপ্রাপ্ত হয়ে যান দক্ষিণ কোরিয়া। সেখানে সাপ্তাহিক ছুটি আর অবসরে ঘুরে বেড়িয়েছেন সমগ্র কোরিয়া- পাজু থেকে জেজু, সওল থেকে বুসান মোকপো; যা তাকে দিয়েছে জীবনের এক অজানা অভিজ্ঞতা। তার ‘অন্তরীণ পৃথিবী অন্তহীন শূন্যতা’ বইয়ের লেখাগুলি সম্বনয়, সংশোধন, সম্পাদনা এবং বই নকশা পুরোটাই তিনি নিজে করেছেন কোরিয়ার তুষারশীত বন্দি সময়ে। দেশে ফিরেই উঠে পড়েন বইটি প্রকাশের জন্য। অনেক চড়াই উতরাই বইটি বইমেলা ২০২৩ এর শেষতম দিনে সন্ধ্যার আঁধারে সকলের অজান্তে প্রবেশ করে ভাঙা বইমেলার বিদায় আসরে।