Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Robert ludlum books

followers

রবার্ট লুডলাম

রবার্ট লুডলাম'র জন্ম নিউইয়র্ক শহরে হলেও লেখাপড়া করেছেন কানেকটিকাটে। ষোলো বছর বয়স থেকে ব্রডওয়ে'র মঞ্চ নাটকে অভিনয় করেছেন। যদিও তার প্রথম লক্ষ্য ছিলো ফুটবল খেলোয়াড় হবেন কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের সময় রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্সে ঢোকার চেষ্টা ক'রে ব্যর্থ হলে ইউ.এস মেরিনে ইনফ্যানটম্যান হিসেবে যোগ দেন। পঞ্চাশের দশকে লুডলাম টিভিতে অভিনেতা হিসেবে কাজ শুরু করেন, পাশাপাশি মঞ্চ নির্দেশক হিসেবে দু'শোরও বেশি নাটকে কাজ করেছেন। ১৯৭১ সালে তিনি কারলাটি ইনহেরিটান্স উপন্যাসটি প্রকাশ করলে দারুন সফলতা পান। সত্তুর দশকের মাঝামাঝি থেকেই পুরোপুরি লেখালেখিতে মনোনিবেশ করেন। উপন্যাসের বিষয়বস্তুর খোঁজে এসময় তিনি প্রচুর ভ্রমন করেছেন। বর্ন আইডেন্টিটি উপন্যাস দিয়ে জেসন বর্ন নামের অসাধারণ এক চরিত্র সৃষ্টি করেন তিনি। এই বর্ন টুলোজিই তাকে লেখক হিসেবে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। ২০০১ সালে তাঁর মৃত্যুর পর বর্ন ট্রলোজি নিয়ে হলিউডে চলচ্চিত্র নির্মাণ করা হলে ব্যবসায়িক ভাবে দারুণ সফল হয় এবং পাঠক নতুন ক'রে লুডলাম'র প্রতি আকৃষ্ট হতে থাকে। এ পর্যন্ত লুডলাম'র উপন্যাস বিক্রি হয়েছে ২১০ মিলিয়ন কপিরও বেশি। বলা হয়ে থাকে লুডলামই একমাত্র লেখক মৃত্যুর পরও যার উপন্যাস বের হচ্ছে।

রবার্ট লুডলাম এর বই সমূহ

(Showing 61 to 84 of 84 items)

Recently Viewed