প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
মহাম্মদ দানীউল হক
মহাম্মদ দানীউল হক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। ষাটের দশকে গল্প ও রম্যরচনায় পরিচিতি লাভ করলেও দানীউল হক উত্তরকালে সমালােচনা এবং প্রবন্ধধর্মী রচনায় নতুন করে তাঁর সক্ষমতাকে প্রতিষ্ঠিত করেন। পিতৃভূমি কামাউড়া (আশুগঞ্জের কাছে) ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু চারণ-জীবনের সিংহভাগ চট্টগ্রাম তাঁর সাংস্কৃতিক মানস আর শিক্ষার ভিত ও শক্তি গড়ে দিয়েছে। কর্মজীবন তাঁকে দিয়েছে বহুমাত্রিকতা। পরবর্তী ঘটনা প্রবাহ তাঁকে নিয়ে যায় গােলার্ধের অপর প্রান্তে (আমেরিকায়) এবং সাহিত্যের অপর পিঠে (ভাষা-বিজ্ঞানের দক্ষতায়)। এদেশে ভাষা-বিজ্ঞানের আধুনিক ধারার প্রবক্তকদের মধ্যে আশির দশক থেকে অন্যতম হয়ে উঠেন দানীউল হক, কিন্তু তাঁর গােড়ার শিক্ষা বাংলা ভাষা ও সাহিত্য হয়ে থাকে মজ্জাগত। নানা বিষয়ে তাঁর সুপ্রচুর প্রবন্ধ-নিবন্ধ, দেশে ও বিদেশে সেমিনারসিম্পােজিয়াম, সম্মেলন, উপস্থাপনা এবং বক্তব্য-আলােচনায় খ্যাত প্রফেসর হকের বেশ কিছু গ্রন্থের মধ্যে এ বইটি নতুন করে প্রকাশ করতে পারায় সাহিত্য বিলাস প্রকাশনা গর্বিত।