প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
সিদ্ধার্থ হক
কবি সিদ্ধার্থ হকের জন্ম বরিশালে। পিতার চাকরিসূত্রে শৈশব থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে থাকতে হয়েছে তাঁকে। সিদ্ধার্থ হক লেখাপড়া করেছেন নানান বিদ্যালয়ে, কোথাও আংশিকভাবে, কোথাও সম্পূর্ণভাবে। জীবনযাপনের জন্যে নানা ধরনের উচ্চতম পদে কাজের সূত্রে জড়িত থাকতে দেখা গেছে তাঁকে। আসলে, অনেক প্রতিষ্ঠানের নানা শীর্ষপদে দীর্ঘকাল কর্মসূত্রে দক্ষতার সংগে কাজ করেছেন তিনি, এখনো এক মান্য প্রতিষ্ঠানের শীর্ষপদে কর্মরত আছেন । কিন্তু কবিতা তাঁকে কিম্বা কবিতাকে তিনি এসব ব্যস্ততার মধ্যেও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছেন । পৃথিবীর বহু দেশ তিনি ঘুরেছেন, একাধিক দেশে বসবাস করেছেন দীর্ঘ সময় জুড়ে, যার প্রভাব তাঁর কবিতায় দেখা যায়। উপন্যাসেও। ‘ডিপ্রেশন' তাঁর নবম কাব্যগ্রন্থ । এবারের বইমেলায় তাঁর আরো দুটি কবিতার বই প্রকাশিত হতে যাচ্ছে। অনেক আগে তিনি লিখেছেন তাঁর প্রথম উপন্যাস ‘ভাসমান’। ২০২০ সালে প্রকাশিত হয়েছে দ্বিতীয় উপন্যাস ‘অচিরকাল’। ভবিষ্যতে আরও কিছু কবিতা এবং সংঙ্গে দু-একটি উপন্যাস লেখার ইচ্ছেও তাঁর আছে।