প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
মুহাম্মদ আবু তালেব
মুহাম্মদ আবু তালেব পিতা- আলহাজ্ব খলিলুর রহমান ৮৪৭ ডিটি রোড, আসকারাবাদ, (ডবলমুরিং থানার পশ্চিমে) চট্টগ্রাম । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা লাভ করার পর কর্মজীবনে প্রবেশ করেন। কর্মস্থল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে কোরআন- হাদীস চর্চা করার অবারিত সুযোগ বিদ্যমান। সেই সুবাদে কোরআনিক বিজ্ঞান পাঠক সমাজের সামনে তুলে ধরার বহুদিনের আকাংক্ষা পরম হিতৈষী করুণাময় আল্লাহপাকের অশেষ অনুগ্রহে সফল হয় যদিও এই সফলতা এ সময়ে খুবই সামান্য। রেখকের দ্বিতীয় গ্রন্থ কোরআন থেকে বিজ্ঞান (Science From Al-Quran) প্রকাশের জন্য প্রস্তুত হচ্ছে। এ গ্রন্থে কোরানে বর্ণিত নিদর্শনগুলোর (Signs ) বিশ্লেষণ দেখানো হয়েছে। লেখকের বর্তমান অফিসিয়াল ঠিকানা- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, চকবাজার শাখা, চট্টগ্রাম।