প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
সমর চক্রবর্তী
সমর চক্রবর্তী ময়না, বোয়ালমারী, ফরিদপুর মা নীলিমা চক্রবর্তী বাবা কালীপদ চক্রবর্তী প্রকৃতির প্রেম-প্রেরণায় কবি সমর চক্রবর্তী কবিতা লেখেন। তুমুল আড্ডা, ভ্রমণ, সাংবাদিকতা ও বহুবিধ সাংগঠনিক কাজে ঋদ্ধ তাঁর জীবন। বোহেমি স্বভাব তাঁকে কোথাও স্থির হতে দেয়নি। ১৯৯১ সাল থেকে স্থানীয় সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবনের সূচনা। কাজ করেছেন দেশের গুরুপূর্ণ জাতীয় পত্র-পত্রিকায়। সর্বশেষ দৈনিক আমাদের নতুন সময়, আমাদের অর্থনীতি'র ভাষা ও বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনপ্রিয় কবিতাগ্রন্থ আদিম অশ্বের পিঠে (১৯৯৬), রৌদ্র ক্ষয়ে যায় তুষারে (১৯৯৮), অন্ধকার ডানার মানুষ (২০০৫), নিসর্গ অনূদিত কণ্ঠ (২০০৭), কঙ্কালে কুরচিফুল (২০১০), নক্ষত্র মরে মরে গ্রহ হয়ে যায় (২০১১), দিগন্তের স্বপ্নারোহী (২০১৫), সমর চক্রবর্তীর কবিতা (২০১৮), ছাড়াও রয়েছে ছোটগল্পের বই রঙিন স্বপ্নের বাসিন্দারা, গবেষণামূলক গ্রন্থ ভূষণা রাজ্যের ইতিহাস। ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে প্রায় দু-শতাধিক কবিতা। সাহিত্যের সব শাখায় বিচরণ তাঁর।