প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
সালমা সুলতানা
সালমা সুলতানা পাপিয়া ১৯৮০ সালের ৩০ শে জানুয়ারি ময়মনসিংহ জেলা সদরে অবস্থিত শস্যমালা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা।তার বাবার নাম এ,কে,এম সাইফুল ইসলাম ও মায়ের নাম নাছিমা আক্তার। বাবা-মায়ের চার ছেলেমেয়ের মাঝে তিনি জ্যেষ্ঠ সন্তান। ছোটবেলা থেকেই বাবার সাথে সাহিত্য পাঠের মাধ্যমেই তিনি সাহিত্যের প্রতি দুর্ণিবার আকর্ষণবোধ করেন এবং সেই ভালোলাগা থেকেই সাহিত্য রচনায় অনুপ্রাণিত হন। ১৯৯৮ সালে তিনি মোঃ আবুল কালামের সহিত পরিণয় সূত্রে আবদ্ধ হন।তিনি মোঃ নূর -জান্নাত দীপ্ত ও মোঃ আবদুল্লাহ ইউসুফ সামস এর জননী। তিনি ২০০১ সালে ফুলবাড়িয়া উপজেলার দোলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন এবং বর্তমানে একই উপজেলাধীন বরুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।কবির প্রকাশিত প্রথম একক কাব্যগন্থ হলো * হঠাৎ এসেছিলে *। এছাড়াও উনার আরও ৩ টি যৌথ কাব্যগন্থ প্রকাশিত হতে যাচ্ছে। তিনি অনলাইন সাহিত্য গোষ্ঠী "বাবুই পাখির বাসা সাহিত্য গ্রুপ" এর মডারেটর হিসেবে দায়িত্ব পালনরত আছেন।