প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
followers
হাশেম খান (চিত্রশিল্পী)
শিল্পী হাশেম খানের পূর্ণ নাম মুঃ আবুল হাশেম খান ১৯৬৩ সাল থেকে চারুকলা ইনস্টিটিউটে অধ্যাপনা ও দেশে চারুকলা রিকাশের আন্দোলনে, প্রগতিশীল সংস্কৃতি চর্চার পরিবেশ সৃষ্টিতে নিবেদিত প্রাণ। রুচিস্নিগ্ধ ও সুশােভন পুস্তক প্রকাশনায় তার বিশেষ ভূমিকা রয়েছে। ছােটদের বই ইলাস্ট্রেশনে দক্ষ শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছেন। নিয়মিত ছবি আঁকেন এবং প্রায়শ লেখালেখি করেন। দেশে বিদেশে অসংখ্য প্রদর্শনীতে অংশগ্রহণসহ পেশাগত দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। 'হাশেম খান শিরােনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাঁর ওপর চিত্রকলা বিষয়ক গ্রন্থ প্রকাশ করেছে। ১৯৯২ সালে শিল্পকলা ক্ষেত্রে অবদানের জন্য একুশে পদকে ভূষিত হয়েছেন। বাংলা একাডেমি তাকে ‘সম্মানিত ফেলাে হিসেবে ভূষিত করেছে। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০টি।। উল্লেখযােগ্য বই : চারুকলা পাঠ, গুলিবিদ্ধ একাত্তুর, জয়নুল আবেদিনের সারাজীবন, দু'জন শিক্ষক আমি ছাত্র, ছবি আঁকা-ছবি লেখা, স্বাধীনতা ও জরিনারা, নিবারণ কন্যার গল্প অল্প।