প্রিয় গ্রাহক, রকমারি আপনার পছন্দের ক্যাটাগরির নতুন যে কোন পণ্য এবং এক্সক্লুসিভ সব অফার সম্পর্কে সবার আগে জানাতে চায়।
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন। মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
follower
শেখ উসমান সিরাজি
নাম মোঃ উসমান গনি, বংশীয় উপাধি শেখ আর পিতার নামের অংশ মিলিয়ে পুরো নাম শেখ উসমান সিরাজি। মেঘনা বিধৌত ভৈরবের প্রাকৃতিক লীলাভূমি, মেঘনা তীরের গ্রাম খলাপাড়ায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৩ ই মার্চ '১৯৮৬ সালে বাবা সিরাজুল ইসলাম ও মা লাইলি বেগমের ঘরে জন্ম গ্রহণ করেন। তিনি ২০০০ সালে এসএসসি ও ২০০৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে মাষ্টার্স সমাপন করেন। এছাড়া ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে হাদিস বিভাগে কামিল ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস ডিগ্রী লাভ করেন। তার সাহিত্যের হাতেখড়ি বড়ভাই প্রভাষক আঃ কুদ্দুসের মাধ্যমে। উজান স্রোত পত্রিকায় " ফেরারি সুখ" উপন্যাসের মাধ্যমে সাহিত্যে আত্মপ্রকাশ করেন। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে কর্মরত, সকলের কাছে দোয়া ও ভালোবাসা প্রত্যাশী। প্রকাশিত অন্যান্য বই ১. ফিরোজার শেষ চিঠি ২. শৌখিন ছলনাময়ী ৩. তুমি চাঁদ তুমি পূর্ণিমা ৪. প্রেম ডোরে বেঁধেছি তোমায়